দমদমে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই ৪০-৫০টি বাড়ি, প্রবল চাঞ্চল্য এলাকা জুড়ে

Published : Apr 14, 2024, 04:36 PM IST
Devastating fire in Dum Dum About 40 50 houses burned down

সংক্ষিপ্ত

বিধ্বংসী আগুনে তীব্র আতঙ্ক ছড়াল দমদমের ছাতাকল সংলগ্ন এলাকায়৷ আগুনে পুড়ে গিয়েছে প্রায় ৪০-৫০টি ঘরবাড়ি৷

বিধ্বংসী আগুনে তীব্র আতঙ্ক ছড়াল দমদমের ছাতাকল সংলগ্ন এলাকায়৷ আগুনে পুড়ে গিয়েছে প্রায় ৪০-৫০টি ঘরবাড়ি৷ ঘটনার পর এলাকায় পৌঁছে যায় ১০টি দমকলের ইঞ্জিন ৷ ঘটনাস্থলে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ ছিল বলে জানা গিয়েছে ৷ সেই কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে৷ প্রশাসনের পক্ষ থেকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু ৷

ছাতাকলের পার্শ্ববর্তী ঝুপড়িতে আগুন ছড়িয়ে পড়ে এ দিন সকালে ৷ পুড়ে ছাই হয়ে যায় ঝুপড়ির প্রায় ৪০-৫০টি বাড়ি ৷ যে সময়ে আগুন লাগে, সেই সময় এই ঝুপড়ির অধিকাংশ বাসিন্দাই বাইরে ছিল বলে খবর ৷ সেই কারণে ঝুপড়ির ভিতরে কারও আটকে থাকার কোনও খবর পাওয়া যায়নি। তবে আগুন লাগার সঠিক কোনও কারণ জানা যায়নি এখনও পর্যন্ত।

আগুন লাগার কিছুক্ষণ পরই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এলাকাবাসীরা। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় দমকলকে৷ আগুনের তীব্রতা এতটাই ছিল যে মুহূর্তের মধ্যে তা বেশ কিছু অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়ে। বেলা একটা পর্যন্ত আগুন নেভানোর কাজ চলছে ৷ এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

PREV
click me!

Recommended Stories

Kolkata Book Fair: বইমেলায় মুখ্যমন্ত্রীর ৯টি বইপ্রকাশ, ১০ কোটি ব্যয়ে হবে 'বইতীর্থ'
কুয়াশার মাঝেই হাওয়া বদল? সরস্বতী পুজোয় কেমন খেলা দেখাবে শীত? কী বলছে হাওয়া অফিস?