
বিজেপি নেতা দিলীপ ঘোষের নববিবাহিতা স্ত্রী রিঙ্কু ঘোষের একমাত্র পুত্র সৃঞ্জয় দাশগুপ্তের রহস্যমৃত্যু। মঙ্গলবার সকালে নিউটাউনের যে আবাসনে তিনি থাকতেন সেখান থেকেই উদ্ধর হয় ২৭ বছরের সৃঞ্জয়ের নিথর দেহ। প্রথমে বেসরকারি হাসরাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পাঠা হয় বিধাননগরের সেবা হাসপাতালে। সেখানেই মৃত বলে ঘোষণা করা হয়। কিন্তু কী কারণে মৃত্যু তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। মৃতদের ময়না তদন্তের জন্য আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান হয়েছে।
প্রাথমিক তদন্ত শুরু করেছে পুলিস। সূত্রের খবর সৃঞ্জয় যে ঘরে থাকতেন সেখানেই তাঁর দেহ ছিল। শায়িত অবস্থায় ছিল দেহ। মৃত্যুর আসল কারণ নিয়ে এখনও ধোঁয়াশয় রয়েছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে গতকাল একটি পার্টি ছিল। তারপরই উদ্ধার হয় দেহ। আত্মহত্যা না খুন তাও স্পষ্ট নয় তদন্তকারীদের কাছে। পুলিশ ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টের অপেক্ষায় রয়েছে।
পেশায় আইটি কর্মী ছিলেন সৃঞ্জয় দাশগুপ্ত। তাঁর অন্য নাম প্রীতম। সল্টলেকের একটি তথ্য প্রযুক্তি সংস্থায় কর্মরত ছিলেন। গত ১৮ এপ্রিল বিজেপি নেতা সৃঞ্জয়ের মা রিঙ্কুদেবীকে বিয়ে করেন। সেই সময় তিনি শহরে ছিলেন না। সেই সময় ছুটি থাকার কারণে তিনি বেড়াতে গিয়েছিলেন। যদিও দিলীপ ঘোষের সঙ্গে ইডেনে কেকে আরএর ম্যাচও দেখেছিলেন তিনি। কলকাতায় ফিরে মায়ের সঙ্গে দেখা করেন। দিলীপ ও রিঙ্কুকে শুভেচ্ছা জানিয়ে উপহারও দেন। যদিও একাধিক সংবাদমাধ্যমে তিনি জানিয়েছেন, তাঁর মায়ের বিয়ের সিদ্ধান্তে তাঁর পূর্ণ সমর্থন রয়েছে। বেশ কয়েক বছর আগে বিবাহবিচ্ছেদ হয় ৪৭ বছরের রিঙ্কুর। দিলীপের সঙ্গে রিঙ্কুর বিয়ের আগেই সৃঞ্জয় জানিয়েছিলেন তাঁর মা ১৩ বছর ধরে সামাজিক ও পারিবারিক দায়িত্ব পালন করছেন। তবে সৃঞ্জয়ের মৃত্যু নিয়ে এখনও পর্যন্ত দিলীপ ঘোষ বা রিঙ্কু মজুমদার- কারও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সবিস্তারে আসছে...