নামমাত্র মহার্ঘভাতা, জানেন কেন্দ্রের তুলনায় বাংলার সরকারি কর্মীদের DA বাবদ লস হচ্ছে কত টাকা?

পোয়াবারো কেন্দ্রীয় সরকারী কর্মীদের। কয়েক মাস অন্তর অন্তর DA বেড়েই চলেছে। সেই তুলনায় বাংলার সরকারি কর্মীদের হাতে আসছে না কিছুই। জানেন কেন্দ্রের তুলনায় বাংলার সরকারি কর্মীদের DA বাবদ লস হচ্ছে কত টাকা?

Parna Sengupta | Published : Jan 6, 2025 8:31 AM
115

কেন্দ্রীয় হারে DA এবং মহার্ঘ ভাতার (Dearness Allowance) দাবিতে এখনও আন্দোলন করে চলেছেন রাজ্যের সরকারি কর্মীরা।

215

রীতিমত মহার্ঘ ভাতা নিয়ে সুপ্রিম কোর্টে মামলাও চলছে।

315

কিন্তু তাতেও কোনোরকম আগ্রহ দেখাচ্ছে না পশিমবঙ্গ সরকার।

415

গত বছর লোকসভা নির্বাচনের পর শেষবার রাজ্যের সরকারী কর্মীদের DA বা মহার্ঘ ভাতা মাত্র ৪ শতাংশ বাড়ানো হয়েছিল।

515

আর এই বৃদ্ধির ফলে DA এর পরিমাণ দাঁড়িয়েছে ১৪ শতাংশ।

615

এদিকে, ২০২৪ এর শুরুর দিকে মোদী সরকার সমস্ত কেন্দ্রীয় কর্মচারীদের DA বা মহার্ঘ ভাতার পরিমাণ বাড়িয়েছিল ৪ শতাংশ। তখন DA এর পরিমাণ দাঁড়িয়েছিল ৫০ এ।

715

এরপর কয়েক মাস যেতেই দীপাবলীর শুভ মরশুমে শেষবার ফের DA বাড়িয়েছিল কেন্দ্রীয় সরকার। সেই বারে ৩ শতাংশ হারে মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়েছিল।

815

এইমুহুর্তে ৫৩ শতাংশ হারে মহার্ঘ ভাতা মিলছে। আর এদিকে নতুন বছর পড়তেই আরও এক দফায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের DA বৃদ্ধির সময় এসে যাচ্ছে।

915

এই আবহে অনেকেরই মনে প্রশ্ন জেগেছে, তাহলে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে DA এর পার্থক্য কত হতে চলেছে।

1015

অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্সের বা AICPI ভিত্তিতে বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা যেখানে ৫৩ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন ৷ সেখানে পশ্চিমবঙ্গ সরকার কর্মীদের এখনও ১৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা দিচ্ছে কর্মীদের।

1115

সুতরাং, কেন্দ্র ও বাংলার সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার ফারাক হয়ে দাঁড়াচ্ছে ৩৯ শতাংশ ৷

1215

অর্থাৎ যদি কোনও কেন্দ্রীয় সরকারি কর্মচারীর মাসিক বেসিক স্যালারি ২০ হাজার টাকা হয়, তাহলে ৫৩ শতাংশ হারে DA পাবেন তিনি ১০ হাজার ৬০০ টাকা।

1315

এক বছরের হিসাবে ওই কেন্দ্রীয় সরকারি কর্মচারী মহার্ঘ ভাতা বাবদ পাবেন ১ লক্ষ ২৭ হাজার ২০০ টাকা পাবেন। আর তার নিরিখে রাজ্যের কর্মীরা আরও কম বেতন পান।

1415

হিসেবে দেখা গিয়েছে পশ্চিমবঙ্গের একজন সরকারি কর্মচারীর বেসিক স্যালারি যদি ২০ হাজার টাকা হয়, তাহলে তিনি মাসে DA বাবদ ১৪ শতাংশ হারে ২৮০০ টাকা পাচ্ছেন।

1515

বছরে পাচ্ছেন মহার্ঘ ভাতা বাবদ ৩৩৬০০ টাকা। যার ফলে কেন্দ্রীয় সরকারী কর্মীদের তুলনায় রাজ্যের কর্মীরা প্রতি মাসে ৭৮০০ টাকা কম পাচ্ছেন। এবং বছরে ৯৩,৪০০ টাকা কম পাচ্ছেন।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos