মোট ১২ ঘণ্টা প্রতীকী অনশন সব মেডিক্যাল কলেজে, পঞ্চমীতে আন্দোলনের ঝাঁঝ বাড়ছে ডাক্তারদের

এই পরিস্থিতিতে দাঁড়িয়ে, পঞ্চমীর সকাল থেকে রাত পর্যন্ত রাজ্যজুড়ে প্রতীকী অনশনের ডাক দিল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। এছাড়াও মঙ্গলবার, কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিলের ডাক দিয়েছেন তারা।

এই পরিস্থিতিতে দাঁড়িয়ে, পঞ্চমীর সকাল থেকে রাত পর্যন্ত রাজ্যজুড়ে প্রতীকী অনশনের ডাক দিল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। এছাড়াও মঙ্গলবার, কলেজ স্কোয়্যার থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিলের ডাক দিয়েছেন তারা।

‘তিলোত্তমা’-র বিচারের দাবিতে তুমুল লড়াই চালাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। সেইসঙ্গে, মোট ১০ দফা দাবিকে সামনে রেখে ধর্মতলায় আমরণ অনশনে বসেছেন ৭ জন চিকিৎসক।

Latest Videos

পঞ্চমীতে একাধিক কর্মসূচির কথা ঘোষণা করলেন তারা। মঙ্গলবার, সকাল ৯টা থেকে প্রতীকী অনশনের ডাক দিলেন জুনিয়র ডাক্তাররা। মোট ১২ ঘণ্টা অনশন করবেন তারা। তাদের এই অনশনে যোগ দেবেন সিনিয়র চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা।

সোমবার ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের ধর্নামঞ্চ থেকে একাধিক কর্মসূচির কথা ঘোষণা করা হয়। তারা জানান, “মঙ্গলবার সকাল ৯টা থেকে রাত ৯টা অবধি প্রতীকী অনশন হবে। রাজ্যের একাধিক মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা এই অনশনে যোগ দেবেন।”

এছাড়াও একটি মহামিছিলেরও ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। মঙ্গলবার, বিকেল ৪টের সময় কলেজ স্কোয়্যার থেকে অনশন মঞ্চ পর্যন্ত মিছিল সংগঠিত হবে। সাধারণ নাগরিক থেকে সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষকে এই মিছিলে যোগ দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।

প্রসঙ্গত, শনিবার রাত থেকে জুনিয়র ডাক্তারদের অনশন চলছে ধর্মতলায়। আরজি কর কাণ্ডের প্রতিবাদে বিচার এবং হাসপাতালে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সহ ১০ দফা দাবিতে আমরণ অনশনে বসেছেন সাতজন জুনিয়র ডাক্তার। যদিও প্রথমে ৬ জন অনশন শুরু করেন। এরপর রবিবার, যোগ দেন আরজি করের অনিকেত মাহাতো।

তবে সরকারের তরফ থেকে এখনও কোনও সাড়া মেলেনি। এদিকে এই অবস্থানকে কেন্দ্র করে ধর্মতলা চত্বরে সাধারণ মানুষেরও জমায়েত হচ্ছে। জুনিয়রদের সিদ্ধান্তকে সমর্থন জানাতে সোমবার সকালে ২৪ ঘণ্টার জন্য অনশনে যোগ দিয়েছেন কয়েকজন সিনিয়র ডাক্তারও। আর সেই আবহেই এবার প্রতীকী অনশনের ডাক দিলেন জুনিয়র ডাক্তাররা।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

‘সবরমতি রিপোর্ট’ দেখলেন বিজেপির হেভিওয়েটরা! দেখুন কী বার্তা দিলেন সিনেমার ব্যপারে | Sabarmati Report
বাগদায় ফের চলল বুলডোজার! হাইকোর্টের নির্দেশে ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হল ৬টি দোকান | Bagdah News
নার্স হেনস্থার ঘটনায় বড় পদক্ষেপ! হাসপাতাল চত্বরে কড়া সিসিটিভি নজরদারি | Birbhum News Today
ভাটপাড়ায় প্রোমোটারের 'দাদাগিরি', আতঙ্কে জমির মালিক, কি বলছে পুরসভা! দেখুন | Bhatpara News
গোটা ভারতবর্ষে কে রোহিঙ্গাদের সাপ্লাই দিচ্ছে! শুভেন্দুর উত্তরে চমকে উঠবেন | Suvendu Adhikari