যোগ দিচ্ছেন সাধারণ মানুষও! জুনিয়র ডাক্তারদের অবস্থানে কোনও হস্তক্ষেপ নয়, জানাল হাইকোর্ট

১৬৩ ধারা জারি থাকা সত্ত্বেও ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের কর্মসূচি চলছে।

১৬৩ ধারা জারি থাকা সত্ত্বেও ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের কর্মসূচি চলছে।

উল্লেখ্য, শনিবার রাত থেকে জুনিয়র ডাক্তারদের অনশন চলছে ধর্মতলায়। আরজি কর কাণ্ডের প্রতিবাদে বিচার এবং হাসপাতালে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সহ মোট ১০ দফা দাবিতে আমরণ অনশনে বসেছেন মোট সাতজন জুনিয়র ডাক্তার।

Latest Videos

প্রথমে ৬ জন অনশন শুরু করেছিলেন। এরপর রবিবার, যোগ দেন আরজি করের অনিকেত মাহাতোও। যদিও সরকারের তরফ থেকে এখনও কোনও সাড়া মেলেনি। আর এই কর্মসূচিকে কেন্দ্র করে ধর্মতলা চত্বরে সাধারণ মানুষের বেশ জমায়েতও হচ্ছে।

সেইসঙ্গে, জুনিয়রদের সিদ্ধান্তকে সমর্থন জানাতে সোমবার সকালে ২৪ ঘণ্টার জন্য অনশনে যোগ দিয়েছেন কয়েকজন সিনিয়র ডাক্তারও। কলকাতা পুলিশই ধর্মতলা চত্বরে নিরাপত্তার স্বার্থে ১৬৩ ধারা জারি করেছে। তার পরেও জুনিয়র ডাক্তারদের এই কর্মসূচি চলছে। অনশনের জন্য ডাক্তাররা লালবাজারের অনুমতি চেয়ে ইমেইল করেছিলেন।

আরও পড়ুনঃ

কাটাপুকুর মর্গের বাইরে পুলিশকে ঘিরে কেন বিক্ষোভ? মীনাক্ষী-দীপ্সিতার নামে মামলা রুজু পুলিশের!

কিন্তু পুলিশ সেই অনুমতি দেয়নি। লালবাজার থেকে তাদের জানিয়ে দেওয়া হয় যে, ধর্মতলায় পুজোর মুখে বেশ ভিড় রয়েছে। প্রতিদিনই পুজোর কেনাকাটার জন্য বহু মানুষ ভিড় করছেন। তাছাড়া বিভিন্ন মণ্ডপে প্রতিমা নিয়ে যাওয়াও শুরু হয়ে গেছে। এমতাবস্থায় ডাক্তাররা মেট্রো চ্যানেলের সামনে অবস্থানে বসলে যান চলাচল নিয়ন্ত্রণে অনেকটা সমস্যা হতে পারে বলে জানিয়েছিল পুলিশ। তবে অনুমতি না থাকা সত্ত্বেও অনশন শুরু করেছেন ডাক্তাররা। সোমবার, সেই অনশনের তৃতীয় দিন।

সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, প্রচুর সাধারণ মানুষ যোগ দিয়েছেন তাদের এই অনশন মঞ্চে। কেউ কেউ সোশ্যাল মিডিয়াতে পোস্টও করছেন অন্যকে আসার জন্য। অর্থাৎ, সাধারণ মানুষের মধ্যেও ব্যাপকভাবেই ছাপ ফেলেছে এই অবস্থান। এমনকি, অনেকে তাদের ছোট ছেলেমেয়েদেরও নিয়ে গেছেন এই প্রতিবাদ মঞ্চে।

অন্যদিকে, এই অবস্থান নিয়ে কোনও হস্তক্ষেপই করল না কলকাতা হাইকোর্ট। এদিকে ধর্মতলায় রাস্তা আটকে জুনিয়র ডাক্তাররা আমরণ অনশনে বসেছেন, এই মর্মে আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল। তবে কলকাতা হাইকোর্ট সেই মামলায় কোনও হস্তক্ষেপই করেনি। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম জানান, এই সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে। তাই এই বিষয়ে এখনই কোনও হস্তক্ষেপ করবে না উচ্চ আদালত।

আরও পড়ুনঃ

এবার জয়নগরে নির্যাতিতার বাড়িতে পৌঁছে গেলেন জুনিয়র ডাক্তাররা, অনশনের ২৪ ঘণ্টা পার

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari