পাশাপাশি গ্র্যান্ট ইন এড বেতন, ওয়েজেস, রেমুনারেশন, স্টাইপেন্ড, অনারারিয়ামও ২৪ এবং ২৫ সেপ্টেম্বরই দিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। যদিও পেনশন মিলবে আগামী ১লা অক্টোবরই। উল্লেখ্য, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে এ বছর পুজোর ছুটি পড়ে যাচ্ছে। চলবে ৭ অক্টোবর পর্যন্ত।