পুজোর দিনই ফেইল কলকাতা মেট্রো! যান্ত্রিক ত্রুটিতে থমকে গেল হাওড়া ময়দান-সেক্টর ফাইভ পরিষেবা

Published : Sep 17, 2025, 01:18 PM IST

Kolkata Metro Rail News: বিশ্বকর্মা পুজোর দিনই মেট্রোতে চরম ভোগান্তি। দিনের ব্যস্ত সময়ে ফের মেট্রো দুর্ভোগ। কোথা থেকে ব্যাহত পরিষেবা? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

PREV
15
ফের ব্যাহত মেট্রো পরিষেবা

বিশ্বকর্মা পুজোর দিন সকালেই চরম ভোগান্তি গ্রীন লাইন যাত্রীদের। বিদ্যুৎ বিভ্রাট বা পাওয়ার ট্রিপের কারণে ব্যাহত মেট্রো পরিষেবা।  মেট্রোরেল সূত্রে খবর, যান্ত্রিক কারণে বন্ধ মেট্রো। যারফলে ব্যাহত হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত পরিষেবা। 

25
মেট্রোয় ফের যান্ত্রিক ত্রুটি

জানা গিয়েছে, বুধবার সকালে গ্রীন লাইন মেট্রোয় ফের যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। যারফলে ব্যাহত হয় হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত পরিষেবা। সূত্রের খবর, মেট্রোরেলের তরফে দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে  বলে জানানো হয়েছে। 

35
পথে বেরিয়ে নাকাল যাত্রীরা

একদিকে আজ বিশ্বকর্মা পুজো। তার ওপর রাজ্য সরকারের তরফে সরকারি ছুটির ঘোষণা হওয়ায় বন্ধ সরকারি অফিস-কাছারি, স্কুল ও কলেজ। রাস্তাতে যানবাহনও কম। এই মেট্রোর উপর ভরসা করে বাড়ি থেকে বেরিয়ে সকাল সকাল দুর্ভোগ যাত্রীদের।

45
আংশিক চালু পরিষেবা

মেট্রোরেল কর্তৃপক্ষ সূত্রে খবর, ঘড়ির কাঁটায় ১১টা বেজে ৪৮ মিনিট নাগাদ পরিষেবা আংশিক শুরু করা হয়েছে। যদিও তবুও ভোগান্তি কমেনি যাত্রীদের। অনেকেই মেট্রোর ভরসা ছেড়ে বিকল্প পথে পৌঁছন গন্তব্যে। এদিকে নয়া রুটের উদ্বোধনের মাত্র এক মাসের মধ্যে মেট্রো বিভ্রাটে তিতিবিরক্ত নিত্যযাত্রীরাও

55
ভি়ড় বাড়ছে মেট্রোয়

একদিকে চলতি মাসেই দুর্গাপুজো। ফলে বিশ্বকর্মা পুজোর দিন থেকেই খাতায় কলমে যেন উৎসবের মরশুমের শুরু। রবিবার মহালয়া। তার আগে সপ্তাহের মাঝে একটা  ছুটির দিন মেলায় অনেকেই বাড়ি থেকে বেরিয়ে ছিলেন পুজোর শপিংয়ে। কিন্তু যাত্রাপথে মেট্রো ভোগান্তিতে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যেও। 

Read more Photos on
click me!

Recommended Stories