
Kolkata Metro: ফের মেট্রো বিভ্রাট । শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ । ৪৫ মিনিট থেকে এক ঘন্টার উপরে এই স্টেশন গুলিতে মেট্রো চলাচল বন্ধ রয়েছে। মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলাচল স্বাভাবিক রয়েছে বলে মেট্রো সূত্রে খবর । মেট্রো তরফে চেষ্টা করা হচ্ছে শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত আলাদা মেট্রো চালিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার।
অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত ২২ অগাস্ট উদ্বোধন করেছিলেন নোয়াপাড়া–জয়হিন্দ বিমানবন্দর মেট্রোর ইয়েলো লাইন। ২৫ অগাস্ট থেকে শুরু হয়েছিল নিয়মিত পরিষেবা, তবে শুধুমাত্র সপ্তাহের কর্মদিবসে। ইতিমধ্যেই যাত্রীসংখ্যা সাত হাজার ছাড়িয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবার সপ্তাহান্তেও চালু হচ্ছে মেট্রো পরিষেবা।
মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ১৩ সেপ্টেম্বর (শনিবার) থেকে শনিবার ও রবিবারও নোয়াপাড়া থেকে জয়হিন্দ বিমানবন্দর পর্যন্ত ট্রেন চলবে।
শনিবার থাকবে মোট ৪৪টি পরিষেবা (২২ আপ ও ২২ ডাউন)। সকাল ৭টা ৩৫ থেকে রাত ৮টা ৩২ পর্যন্ত চলবে মেট্রো।রবিবার থাকবে মোট ৪০টি পরিষেবা (২০ আপ ও ২০ ডাউন)। সকাল ৮টা ৩৫ থেকে রাত ৮টা ২২ পর্যন্ত চলবে মেট্রো।
শনিবার ও রবিবার ট্রেন চলবে ৩৫ মিনিট অন্তর। যাত্রীদের ক্রমবর্ধমান ভিড় সামলাতে এবং আরও বেশি মানুষকে মেট্রো ব্যবহারের সুযোগ করে দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ।
আগামী ১৩ সেপ্টেম্বর থেকে নোয়াপাড়া থেকে জয়হিন্দ বিমানবন্দর পর্যন্ত মেট্রোর হলুদ লাইনে শনিবার ও রবিবারও নিয়মিত পরিষেবা চালু হতে চলেছে। যাত্রীদের সুবিধার্থে মেট্রো রেলের এই সিদ্ধান্ত।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত ২২ অগস্ট নোয়াপাড়া–জয়হিন্দ বিমানবন্দর অংশের উদ্বোধন করেন। এরপর ২৫ অগস্ট থেকে সপ্তাহের কর্মদিবসে এই রুটে পরিষেবা শুরু হয়। যাত্রী সাড়ার নিরিখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত সোমবার এই রুটে একদিনে যাত্রী সংখ্যা ৭ হাজার ছাড়িয়েছে।
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার মোট ৪৪টি (২২ আপ ও ২২ ডাউন) এবং রবিবার মোট ৪০টি (২০ আপ ও ২০ ডাউন) পরিষেবা চালানো হবে। শনিবার সকাল ৭টা ৩৫ মিনিট থেকে রাত ৮টা ৩২ মিনিট পর্যন্ত এবং রবিবার সকাল ৮টা ৩৫ মিনিট থেকে রাত ৮টা ২২ মিনিট পর্যন্ত পরিষেবা চালু থাকবে। সপ্তাহান্তে ৩৫ মিনিট অন্তর অন্তর ট্রেন চলবে বলে জানানো হয়েছে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।