Durga Puja 2023: মা দুর্গার অধিষ্ঠান ল্যান্ডার বিক্রমে, নাকতলার পুজোতে ব়্যাগিং বিরোধী বার্তা

Published : Sep 10, 2023, 08:06 PM IST
Vikram Lander

সংক্ষিপ্ত

নাকতলা উদয়ন সংঘের পুজোর থিম অ্যান্টি ব়্যাগিং। আর উত্তর কলকাতার একটি পুজো মণ্ডপ তৈরি হচ্ছে চন্দ্রযানের আদলে। 

দুর্গা পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে। ক্লাবের পুজোর মণ্ডপ ইতিমধ্যেই অনেকটাই তৈরি। কলকাতার দুর্গা পুজো মানেই থিমের ছড়াছড়ি। প্রত্যেক পুজো কমিটই চায় নতুন কিছু করতে। তাই কলকাতার পুজো মণ্ডপগুলির বৈচিত্র ফুটে ওঠে। এবার নাকতলা উদয়ন সংঘের পুজোর থিম অ্যান্টি ব়্যাগিং। আর উত্তর কলকাতার একটি পুজো মণ্ডপ তৈরি হচ্ছে চন্দ্রযানের আদলে।

উত্তর কলকাতার সীতারাম ঘোষ স্ট্রিটের পল্লি যুবক বৃন্দে বিশাল আকারে তৈরি হচ্ছে ল্যান্ডার বিক্রম। পুজো উদ্যোক্তাদের কথায় চন্দ্রযান৩ এর সাফল্যই তাঁরা পুজোর মাধ্যমে তুলে ধরতে চান। উদ্যোক্তাদের কথায় পুজো মণ্ডপ তৈরি হচ্ছে ল্যান্ডার বিক্রমের মধ্যে। যার ভিতরে বসে থাকবে দেবী দুর্গা। দর্শনার্থীরা মণ্ডপরূপে বিক্রমের মধ্যে প্রবেশও করতে পারে। মণ্ডপের মধ্যেও থাকবে চাঁদের ছোঁয়া। চন্দ্রপৃষ্ঠে যেভাবে ল্যান্ডার রয়েছে সেভাবেই মণ্ডব তৈরি চেষ্টা করা হচ্ছে। উদ্যোক্তারা আরও জানিয়েছেন ইসরোর বিজ্ঞানী, যিনি চন্দ্র অভিযানে রয়েছেন তাঁর বাবা পুজো উদ্বোধন করবেন। শুধু মণ্ডপ নয় সবকিছুটেই চন্দ্র অভিযানে সাফল্যের ছোঁয়াই তুলে ধরতে চাইছে উদ্যোক্তারা। ক্লাবের এক সদস্য জানিয়েছেন, ইসরোর বিজ্ঞানীদের প্রতি এটাই তাঁদের শ্রদ্ধাঞ্জলী।

দক্ষিণ কলকাতায় নাকতলা উদয়ন সংঘের পুজোর থিম ব়্যাগিংএর কুফল।বছরখানেক আগে পর্যন্ত এই পুজো পার্থ চট্টোপাধ্যায়ের পুজো বলেই পরিচিত ছিল। কিন্তু এবার এই পুজো দায়িত্বে অরূপ বিশ্বাস। যাইহোক বাংলার একটি জ্বলন্ত সমস্যা ব়্যাগিংকেই তুলে ধরতে চেয়েছেন উদ্যোক্তারা। ব়্যাগিংএর কুফল, সামাজিক ক্ষতি, হুমকি এই সবই থাকবে দুর্গাপুজোয়। পুজো কমিটির সগদ্য অঞ্জন সমাদ্দার বলেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মৃত্যু হয়েছে ব়্যাগিংএর কারণে। যা গোটা বাংলা মর্মাহত। শিক্ষাপ্রতিষ্ঠানে ব়্যাগিং আর গুন্ডামি প্রতিরোধের বার্তা তুলে ধরতেই এই বিষয়টিকে থিম হিসেবে নিয়েছে।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

এবার প্রবীণদের জন্য ভালো খবর, চালু হল Uber-এর সহজ ক্যাব বুকিং ফিচার
SIR Update : কত বাদ গেল, খসড়া তালিকায় নাম না থাকলে কী করবেন? বড় আপডেট দিল নির্বাচন কমিশন