- Home
- West Bengal
- Kolkata
- দুর্গা পুজো কার্নিভালের ভিড় সামলাতে বাড়তি ৬টি মেট্রো, বড় উদ্যোগ রবিবার রাতের জন্য
দুর্গা পুজো কার্নিভালের ভিড় সামলাতে বাড়তি ৬টি মেট্রো, বড় উদ্যোগ রবিবার রাতের জন্য
Kolkata Metro: কলকাতা মেট্রোর পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, ভিড় সামলাতে এবার কার্নিভালের রাতে বাড়তি মেট্রো চলবে শহরে। ব্লু লাইন আর গ্রিন লাইনে বেশি রাত পর্যন্ত চলবে মেট্রো।

দুর্গা পুজো কার্নিভাল
উৎসব শেষ। বিসর্জন পর্বও মোটামুটি শেষের দিকে। কিন্তু এখনও পুরোপুরি সমাপ্তি টানা যাবে না। কারণ গর্বের দুর্গাপুজোর কার্নিভাল এখনও বাকি রয়েছে। রবিবার, ৫ অক্টোবর পুজো কার্নিভাল রেডরোডে। আর সেই কার্নিভালে একসঙ্গে কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলির সেরা প্রতিমা দেখতে ভিড় জমান অনেকেই। সেই কারণে জোরদার প্রস্তুতি শুরু হয়েছে কলকাতায়।
রেড রোডে কার্নিভাল
কলকাতার সব নামীদামি পুজোগুলি রেড রোডের কার্নিভালে অংশ নেয়। তারপর বিসর্জন হয় বাবুঘাটে। গত কয়েক বছর ধরে এমনটাই চলে এসেছে। এবারই তার ব্যতিক্রম হবে না আর ভিড় সামলাতে এবারও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে কলকাতা মেট্রো। তেমনই জানিয়েছে মেট্রো রেল কর্তপক্ষ।
মেট্রো রেলের ঘোষণা
কলকাতা মেট্রোর পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, ভিড় সামলাতে এবার কার্নিভালের রাতে বাড়তি মেট্রো চলবে শহরে। ব্লু লাইন আর গ্রিন লাইনে বেশি রাত পর্যন্ত চলবে মেট্রো। যাত্রীদের স্বাচ্ছন্দ্যের জন্যই এই উদ্যোগ বলেও জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।
মেট্রো রেলের ঘোষণা
শুক্রবার মেট্রো রেলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে ৫ অক্টোবর রবিবার, পুজো কার্নিভালের দিন দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম ও সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা-হাওড়া ময়দান রুটে বাড়তি মেট্রো চলবে। সেই দিন অতিরিক্ত ৬টি মেট্রো চলবে। ২০ মিনিট অন্তর পাওয়া যাবে মেট্রো।
সময়সূচি
ব্লু লাইন
শহিদ ক্ষুদিরাম- দক্ষিণেশ্বর
রাত ১০টা ৩মিনিট, রাত ১০টা ২৩ মিনিট, রাত ১০টা ৪৩ মিনিট- তিনটি অতিরিক্ত মেট্রো চলবে।
দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম
রাত ৯.৫৩, রাত ১০.১৩, রাত ১০.৩৩এ তিনটি মেট্রো ছাড়বে।
গ্রিন লাইন
সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান
রাত ১০.২০, রাত ১০.৪০ ও রাত ১১টায় তিনটি মেট্রো ছাড়বে।
হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ
রাত ১০.২০, রাত ১০.৪০ ও রাত ১১টায় তিনটি মেট্রো ছাড়বে।
উৎসবের সময় রাতের শহরে বাড়তি মেট্রো যাত্রীদের বিশেষ সাহায্য করবে বলেও আশাবাদী মেট্রো রেল কর্তৃপক্ষ।

