আরজি কর আন্দোলনের মধ্যেই দুর্গাপুজোর ভিড় সামলাতে বড় পদক্ষেপ কলকাতা পুলিশের

দুর্গাপুজো বাংলার সবথেকে বড় উৎসব। কলকাতা কেন্দ্র করে আবর্তিত হয় বাংলার উৎসব। সেই কারণে দুর্গা পুজো উপলক্ষ্যে কড়া নিরাপত্তার ব্যবস্থা কলকাতায়।

 

Saborni Mitra | Published : Oct 6, 2024 8:52 AM IST / Updated: Oct 06 2024, 02:53 PM IST
110
পুজোয় কলকাতায় ভিড়

দুর্গা পুজো উপলক্ষ্যে প্রবল ভিড় হয় কলকাতায়। ভিড় সামলাতে নাভিঃশ্বাস ওঠে কলকাতা পুলিশের।

210
যানযট

পুজোর সময় দর্শনার্থীদের ভিড় থাকে উত্তর থেকে দক্ষিণ কলকাতায়। কিছু রাস্তা গিয়ে গাড়ি চলাই দায় হয়ে যায়।

310
পুজোর সঙ্গে আরজি করের প্রতিবাদ

পুজোর সঙ্গেই এবার সমান্তরালভাবে চলছে আরজি করের প্রতিবাদ। সেখানেও পর্যাপ্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে।

410
পুলিশ পিকেট

উত্তর থেকে দক্ষিণ কলকাতার বিভিন্ন প্রান্ত থাকছে ২০০ পুলিশ পিকেট। পুজোর মধ্যে বিক্ষোভ বা জমায়েতের আগাম খবর পেতেই পুলিশ পিকেটের ব্যবস্থা করা হচ্ছে।

510
মোতায়েন পুলিশের সংখ্যা

এই বছর ভিড় সামলাতে কলকাতায় মোতায়েন থাকবে প্রায় ১০ হাজার অতিরিক্ত পুলিশ।

610
অন্যত্র পুলিশ মোতায়েন

ট্র্যাফিক পুলিশের অতিরিক্ত চার হাজার কর্মী এবং সাড়ে পাঁচ হাজার হোমগার্ড রাস্তায় থাকবেন।

710
পুলিশ পিকেটে পুলিশের সংখ্যা

লালবাজার সূত্রের খবর প্রতিটি পিকেটে ২-৪ জন পুলিশ কর্মী থাকবেন।

810
পুলিশের নির্দেশ

আগামী কয়েক দিনে শহরে মিছিল বা সমাবেশের অনুমতি কেউ নিয়েছেন কিনা, তা দেখার পাশাপাশি, পুজোর দিনে কেউ মিছিলের অনুমতি নিতে এলে কোথা থেকে, কখন মিছিল হবে, কত ক্ষণ চলবে, কত জমায়েত হতে পারে— এমন একাধিক প্রশ্ন তৈরি রাখতে নির্দেশ দেওয়া হয়েছে

910
অনুমতিহীন জমায়েত

পুলিশের চিন্তা সাধারণ মানুষের অনুমতিহীন জমায়েত নিয়ে। কারণ আরজি কর কাণ্ডে অনুমতিহীন জমায়েতকে কেন্দ্র করেই রাতদখলের কর্মসূচি দুর্দান্তভাবে সফল হয়েছিল।

1010
জুনিয়র ডাক্তারদের অনশন

জুনিয়র ডাক্তারদের অনশন ও ধর্নামঞ্চ নিয়েও যথেষ্ট চিন্তায় রয়েছে পুলিশ। কারণ তাদের ধর্মামঞ্চে এখন থেকেই ভিড় বাড়ছে সাধারণ মানুষের. পুজোর মধ্যে সেই ভিড় আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos