৩০ মিনিট হাওড়া থেকে সেক্টর ফাইভ যেতে কত টাকা খরচ হবে? রইল ইস্ট-ওয়েস্ট মেট্রোর ভাড়া

Published : Aug 22, 2025, 09:05 AM IST

East West Metro: আজ থেকেই যাত্রী পরিষেবা চালু হয়ে যাচ্ছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর সম্পূর্ণ অংশের। মেট্রোতে চড়ার আগে এক ঝলকে দেখে নিন হাওড়া থেকে সেক্টর ফাইভ মেট্রোর ভাড়া। 

PREV
15
ইস্ট ওয়েস্ট মেট্রো চালু

আজ সন্ধ্যে থেকেই ইস্ট-ওয়েস্ট মেট্রোর সম্পূর্ণ পরিষেবা শুরু হয়ে যাবে। এদিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতা মেট্রোর তিনটি রুটের উদ্বোধন করবেন। তারপর বিকেল বা সন্ধ্যে থেকেই যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে ইস্ট - ওয়েস্ট মেট্রো। হাওড়া থেকে এসপ্ল্যানেড হয়ে খুব তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যাবে সেক্টর ফাইভে। কিন্তু প্রশ্ন হচ্ছে অল্প সময়ে আরাম করে যাতায়াতের জন্য কত টাকা গুণতে হবে? রইল ইস্ট - ওয়েস্ট মেট্রোর সম্পূর্ণ ভাড়া।

25
ইস্ট ওয়েস্ট মেট্রোর সময়সীমা
  • এবার থেকে হাওড়া থেকে এসপ্ল্যানেড যেতে সময় লাগবে মাত্র ১১ মিনিট।
  • হাওড়া থেকে সেক্টরফাইভ যেতে সময় লাগবে মাত্র ৩০ মিনিট।
  • হাওড়া ময়দান থেকে সেক্টরফাইভ যেতে সময় লাগবে ৩২ মিনিট।
35
বউবাজার 'জট'

বছর কয়েক আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেছিলেন ইস্ট-ওয়েস্ট মেট্রোর। কিন্তু সেই সময় বউবাজার জটের কারণে সম্পূর্ণ পরিষেবা চালু করা যায়নি। কাটা সার্ভিস চালু ছিল। এতদিন ইস্ট-ওয়েস্ট মেস্ট্রো চলত হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত। অন্যদিকে সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত মেট্রো চলাচল করত। এবার থেকে পুরোপুরি জুড়ে যাবে।

45
ইস্ট-ওয়েস্ট মেট্রোর দূরত্ব

হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত সম্পূর্ণ ইস্ট -ওয়েস্ট মেট্রোর দূরত্ব ১৬.৫ কিলোমিটার। সম্পূর্ণ দূরত্ব যাতায়াত করতে সময় লাগবে প্রায় ৩২ মিনিট।

55
ইস্ট - ওয়েস্ট মেট্রোর ভাড়া

ইস্ট-ওয়েস্ট মেট্রোর ভাড়াঃ

এই রুটে প্রথম ২ কিলোমিটারের ভাড়া ৫ টাকা।

এসরপ্ল্যানেড - হাওড়ার মেট্রো ভাড়া ১০ টাকা। মেট্রো আধিকারিকরা জানিয়েছেন, হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ জুড়ে গেলে ভাড়া অনেকটাই বেড়ে যাবে। হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত সম্ভাব্য ভাড়া ২৫ টাকা বা তার আশেপাশে হতে পারে। সরকারি ভাবে এখনও ভাড়া ঘোষণা করেনি মেট্রো রেল কর্তৃপক্ষ।

Read more Photos on
click me!

Recommended Stories