- Home
- Business News
- Other Business
- Metro Budget: কলকাতার একটি মেট্রো লাইনে বাজেট বরাদ্দ কমল ৫৩ শতাংশ, বাকি দুটির অবস্থা দেখুন ছবিতে
Metro Budget: কলকাতার একটি মেট্রো লাইনে বাজেট বরাদ্দ কমল ৫৩ শতাংশ, বাকি দুটির অবস্থা দেখুন ছবিতে
বাজেট পেশ করেছেন নির্মলা সীতারামন। বর্তমানে কলকাতায় ইস্ট-ওয়েস্ট মেট্রো, নিউ গড়িয়া-এয়ারপোর্ট মেট্রোর কাজ চলছে।
- FB
- TW
- Linkdin
)
বাজেটে মেট্রোর বরাদ্দ
বাজেট পেশ করেছেন নির্মলা সীতারামন। বর্তমানে কলকাতায় ইস্ট-ওয়েস্ট মেট্রো, নিউ গড়িয়া-এয়ারপোর্ট মেট্রোর কাজ চলছে।
মেট্রোর জন্য বরাদ্দ
বাজেটে কলকাতা মেট্রোর কোন লাইনে কত টাকা বরাদ্দ করা হয়েছে রইল তার ফিরিস্তি।
ইস্ট-ওয়েস্ট মেট্রো
ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডোরের জন্য কলকাতা মেট্রো রেল কর্পোরেশনকে দেওয়া হয়েছে ৫০০ কোটি টাকা। যা গতবারের তুলনায় অনেকটাই কম।
গত বছরের বরাদ্দ
গত বছর ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডোরের জন্য দেওয়া হয়েছিল ৯০৬ কোটি টাকা। প্রায় ৪০০ কোটি টাকা বরাদ্দ কমেছে চলতি বছর।
কাজ শেষের পথে
ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডোরের কাজ প্রায় শেষের পথে। আপাতত দুটি আলাদা আলাদা অংশ পরিষেবাও চালু হয়েছে। বাকি টাকায় বাকি কাজ সম্পন্নহবে বলেও মনে করেছে বিশেষজ্ঞরা।
নিউ গড়িয়া-এয়ারপোর্ট মেট্রো
নিউ গড়িয়া-এয়ারপোর্ট মেট্রো বরাদ্দ একধাক্কায় ৫৩.৫ শতাংশ কমিয়ে দেওয়া হয়েছে। ২০২৫-২৬ অর্থবর্ষে বরাদ্দ করা হয়েছে ৭২০.৭২
গত অর্থবর্ষে বরাদ্দ
২০২৪-২৫ অর্থবর্ষে বরাদ্দ ছিল ১,৭৯১.৩৯ কোটি টাকা। অর্ধেকেরও কম টাকা চলতি বছর বরাদ্দ করা হয়েছে।
মেট্রোর কাজ
নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত চালু হয়েছে মেট্রো পরিষেবা। কিন্তু অধিকাংশ কাজ এখনও বাকি রয়েছে। বাইপাসের কাজও সম্পন্ন হয়নি।
জোকা মেট্রো
বরাদ্দ বেড়েছে জোকা- এসপ্ল্যানেড মেট্রোর। ৯১৪.৫ কোটি টাকা দেওয়া হয়েছে জোকা-এসপ্ল্যানেড মেট্রোকে।
গত বছর বরাদ্দ
২০২৪-২৫ অর্থবর্ষে প্রাথমিকভাবে ১,২০৮.৬১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। সেটা সংশোধন করে ৮৫০ কোটি টাকা নামিয়ে আনা হয়েছিল।