গঙ্গার নীচ দিয়ে এবার সরাসরি হাওড়া থেকে সল্টলেক! শিয়ালদহ-এসপ্ল্যানেড মেট্রোর উদ্বোধন কবে?

Published : Apr 16, 2025, 01:40 PM IST

আর দিন কয়েকে অপেক্ষার। তারপরেই হাওড়া থেকে গঙ্গার তলা দিয়ে সোজা পৌঁছে যেতে পারবেন সেক্টর ফাইভ মানে সল্টলেকে! ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্প দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে পরিণতির দিকে। কবে চালু হচ্ছে এই রুট? জেনে নিন তারিখ।

PREV
110

গঙ্গার নীচ দিয়ে এবার সরাসরি হাওড়া থেকে সল্টলেক।

210

গঙ্গার তল দিয়ে তৈরি হওয়া এই মেট্রো পথ ইতিমধ্যেই ঐতিহাসিক।

310

গত বছরের ৬ মার্চ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মেট্রোর হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড অংশ উদ্বোধন করেছিলেন।

410

এবার লক্ষ্য শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড অংশ চালু করা।

510

সূত্রের খবর অনুযায়ী, আগামী ২৪ এপ্রিল প্রধানমন্ত্রী রাজ্যে সফর করতে পারেন এবং একাধিক রেল প্রকল্পের উদ্বোধন করতে পারেন। অনেকে আশা করছেন, এই সফরেই ঘোষণা হতে পারে শিয়ালদহ-এসপ্ল্যানেড মেট্রোর উদ্বোধনের দিন।

610

কী অবস্থা এখন শিয়ালদহ-এসপ্ল্যানেড মেট্রোর?

বউবাজার সুড়ঙ্গ বিপর্যয়ের জেরে দীর্ঘ সময় বন্ধ ছিল এই রুটের নির্মাণ কাজ

710

বর্তমানে ট্রায়াল রান চলছে শিয়ালদহ-এসপ্ল্যানেড মেট্রো রুটে, অগ্নিসুরক্ষা ছাড়পত্র এখনও মেলেনি

810

শীঘ্রই কমিশনার অফ রেলওয়ে সেফটি (CRS) পরিদর্শনে আসতে পারেন

910

অনুমতি মিললেই শুরু হতে পারে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত যাত্রী পরিষেবা

1010

এই মেট্রো রুট চালু হলে, হাওড়া থেকে সল্টলেক সেক্টর ফাইভ পৌঁছাতে সময় লাগবে মাত্র মিনিট ত্রিশেক। কমবে গাড়ির চাপ, বাঁচবে সময় ও পরিবেশ। গঙ্গার তলার সুড়ঙ্গ ভারতীয় রেল ইঞ্জিনিয়ারিংয়ের এক মাইল ফলক।

click me!

Recommended Stories