সংক্ষিপ্ত
Kolkata Metro: কলকাতা মেট্রোতে চূড়ান্ত মারপিট। ঘটনাটি ঘটেছে কুঁদঘাট স্টেশনে।
Kolkata Metro: মেট্রোতে এবার যাত্রীকে জুতোপেটা। কলকাতা মেট্রোর মধ্যে মহিলাদের গায়ে হাত দেওয়ার অভিযোগে এক পুরুষযাত্রীকে এবার জুতোপেটা করা হল।
জানা যাচ্ছে, সোমবার রাতের মেট্রোতে (Kolkata Metro) এই ঘটনাটি ঘটেছে। এদিন মেট্রো রেকের মধ্যে মহিলাদের গায়ে হাত দেওয়ার অভিযোগ ওঠে এক পুরুষযাত্রীর বিরুদ্ধে। আর সেই ঘটনাকে কেন্দ্র করেই চলন্ত মেট্রোর মধ্যেই ধুন্ধুমার কাণ্ড শুরু হয়ে যায়। এরপর সেই অভিযুক্তকে নেতাজি স্টেশন অর্থাৎ, কুঁদঘাটে নামিয়ে জুতোপেটা করা হয় বলেও জানা গেছে। পরে অবশ্য তাঁকে আরপিএফ-এর হাতে তুলে দেন মহিলা যাত্রীরাই।
সোমবার রাতে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী মেট্রোতে এই ঘটনাটি ঘটে। অভিযোগ উঠছে যে, রাতের মেট্রোয় ভিড়ের মধ্যেই এক পুরুষ যাত্রী মহিলাদের গায়ে হাত দিতে থাকেন। এরপরই তাঁকে হাতেনাতে ধরে ফেলেন কয়েকজন যাত্রী। কিন্তু রবীন্দ্র সরোবর স্টেশন পেরতেই সেই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা শুরু হয়ে যায় চলন্ত রেকের মধ্যেই।
তা আরও বেড়ে যায় মহানায়ক উত্তমকুমার স্টেশন ছাড়তেই। পরিস্থিতি তখন রীতিমতো জটিল হয়ে ওঠে। আর তারপর মেট্রো কুঁদঘাট স্টেশনে দাঁড়াতেই অভিযুক্ত নেমে পড়েন। কিন্তু তখন তাঁকে ধরে ফেলেন অন্য সহযাত্রীরা। এরপর ঘটনা গড়ায় মারপিটের দিকে। মহিলা যাত্রীরা সেই অভিযুক্তকে ধরে মারধর শুরু করেন। তারপর জুতোপেটাও শুরু হয়ে যায়। পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছয় যে, সামাল দিতে ঘটনাস্থলে আসতে হয় আরপিএফ-কে।
তারপর অভিযুক্তকে তাদের হাতে তুলে দেওয়া হয়।
ঠিক কী হয়েছিল?
জানা গেছে, ট্রেনের মধ্যেই সেই মহিলাদের সঙ্গে অভব্য ব্যবহার করছিলেন এবং তখন প্রতিবাদ জানান এক যাত্রী। প্রথমে তাঁর সঙ্গে তর্কাতর্কি শুরু হয়ে যায়। পরে নাকি সেই অভিযুক্ত ব্যক্তি ওই যাত্রীর গায়ে হাতও তোলেন বলে অভিযোগ। আর তখনই অন্য যাত্রীরা ঝাঁপিয়ে পড়েন তাঁর উপর। এমনকি, মহিলা যাত্রীদের সঙ্গেও ঝামেলা শুরু হয়ে যায়।
যাত্রীদের একাংশের অভিযোগ, ওই ব্যক্তি অতীতেও নাকি এমন কাণ্ড ঘটিয়েছেন। তখনও মহিলা যাত্রীদের হাতে মার খান তিনি। কিন্তু সেইসব অভিযোগ অবশ্য অস্বীকার করেন সেই অভিযুক্ত।
এই ঘটনা প্রসঙ্গে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, “অভিযোগ এসেছে। রিজেন্ট পার্ক থানাকে খবরও দেওয়া হয়েছে। ব্যবস্থা নেওয়া হবে।”
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।