- Home
- West Bengal
- Kolkata
- Kolkata Metro: এপ্রিলেই চাকা গড়াবে কলকাতা মেট্রোর এই নতুন রুটে! সামনে এল বড় আপডেট
Kolkata Metro: এপ্রিলেই চাকা গড়াবে কলকাতা মেট্রোর এই নতুন রুটে! সামনে এল বড় আপডেট
শহর কলকাতার লক্ষ লক্ষ যাত্রীর ‘লাইফ লাইন’ হয়ে উঠেছে কলকাতা মেট্রো। শহরের উত্তর থেকে দক্ষিণ, পার্শ্ববর্তী বৃহত্তর কলকাতাও এখন কলকাতা মেট্রো নেটওয়ার্কের অন্তর্ভুক্ত। এবার জানা গেল দারুণ খবর। এপ্রিলেই চাকা গড়াবে কলকাতা মেট্রোর এই নতুন রুটে!
- FB
- TW
- Linkdin
)
শহর ছাড়িয়ে শহরতলিতে পৌঁছে গিয়েছে কলকাতা মেট্রোর (Kolkata Metro) নেটওয়ার্ক।
শহর কলকাতার লক্ষ লক্ষ যাত্রীর ‘লাইফ লাইন’ হয়ে উঠেছে কলকাতা মেট্রো। শহরের উত্তর থেকে দক্ষিণ, পার্শ্ববর্তী বৃহত্তর কলকাতাও এখন কলকাতা মেট্রো নেটওয়ার্কের অন্তর্ভুক্ত।
বর্তমানে শহর কলকাতায় যে কটি মেট্রো করিডোরে কাজ চলছে তারমধ্যে অন্যতম জোকা-এসপ্ল্যানেড মেট্রো রুটটি।
কলকাতা মেট্রোর (Kolkata Metro) নয়া আপডেট
জোকা-এসপ্ল্যানেড মেট্রো করিডোর নিয়ে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ বরাবরই খানিকটা বেশি।
মূলত বেহালা অঞ্চলের সাথে শহর কলকাতার প্রাণ কেন্দ্রের সংযোগ ঘটাবে এই মেট্রো করিডোর। পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা, পৈলান, মেটিয়াব্রুজ, খিদিরপুরের বাসিন্দাদের কাছে অত্যন্ত গুরুত্বপুর্ণ হতে চলেছে কলকাতা মেট্রোর (Kolkata Metro) এই পার্পল লাইনটি।
এবার জোকা-এসপ্ল্যানেড মেট্রো করিডোর নিয়ে উঠে আসছে বড় আপডেট। জানা যাচ্ছে, পার্পল লাইনের (Purple Line) কাজের জন্য কলকাতায় (Kolkata) এসেছে একটি বিশালাকার টানেল বোরিং মেশিন।
সূত্রের খবর, নববর্ষের আগেই এই টানেল বোরিং মেশিন কাজ শুরু করে দেবে খিদিরপুর-এসপ্ল্যানেড মেট্রো লাইনে।
জানা গেছে, সুদূর তামিলনাড়ু থেকে কলকাতায় এসে পৌঁছেছে এই টানেল বোরিং মেশিনটি।
নববর্ষেই এই টানেল বোরিং মেশিনের সাহায্যে খিদিরপুর-এসপ্ল্যানেড মেট্রো লাইনে শুরু হবে সুড়ঙ্গ খোঁড়ার কাজ। এই খবর সামনে আসতেই স্বাভাবিকভাবেই হাসি ফুটেছে মেট্রো যাত্রীদের মুখে।
জানা গেছে, সুড়ঙ্গ খননের কাজ আরও ত্বরান্বিত করার জন্য কলকাতায় নিয়ে আসা হবে আরেকটি টানেল বোরিং মেশিন।
এই টানেল বোরিং মেশিনের মাধ্যমেই সম্পূর্ণ হবে খিদিরপুর-এসপ্ল্যানেড মেট্রো লাইনে সুরঙ্গ খননের কাজ।
সূত্রের খবর, তামিলনাড়ু থেকে সম্প্রতি যে সুবিশাল টানেল বোরিং মেশিনটি কলকাতায় নিয়ে আসা হয়েছে সেটি লম্বায় প্রায় ৯০ মিটার।
৬৫০ টন ওজনের এই টানেল বোরিং মেশিনটি প্রিকাস্ট সেগমেন্ট রিং ব্যবহার করে সুরঙ্গ খননের কাজ করবে।
খিদিরপুরের সেন্ট থমাস স্কুল চত্বর থেকে ভিক্টোরিয়া পর্যন্ত ১.৭ কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গ খননের পর ভিক্টোরিয়া থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত ৯৫০ মিটার সুরঙ্গ পথ তৈরি করবে এই দুটি অত্যাধুনিক প্রযুক্তির টানেল বোরিং মেশিন।