বৈশাখেই মেট্রো যাত্রীরা পেতে পারেন বড় সুখবর। জুড়ে যেতে পারে ইস্ট - ওয়েস্ট মোট্রো। উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
210
কাটা সার্ভিস
বউবাজার এলাকায় সমস্যা থাকার জন্য এতদিন ইস্ট -ওয়েস্ট মেট্রোর কাটা সার্ভিস চালু ছিল। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড আর শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত আপডাউন করল মেট্রো।
310
বাকি অংশ
শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত অংশে মেট্রো চলাচল করত না। এই অংশ নির্মাণের কাজ চলছিল।
সম্প্রতি শিয়ালদহ-এলপ্ল্যানেড এলাকায় মেট্রো লাইন আর সুড়ঙ্গের কাজ শেষ হয়েছে। বিদেশি সংস্থা পর্যবেক্ষণও করে গিয়েছে। সিগনালের কাজের জন্য কয়েকটি টানা ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা বন্ধ ছিল।
510
বাকি ছিল ২.৬ কিলোমিটার
আগেও ইস্ট ওয়েস্ট মেট্রোর উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু সেই সময় বাকি ছিল ২.৬ কিলোমিটার। এবার সেই অংশে পরিষেবা চালু হওয়ার তোড়জোড় শুরু হয়েছে।
610
দিল্লি থেকে বার্তা
মেট্রো সূত্রের খবর, বউবার এলাকার নির্মাণ কাজ শুরুর জন্য ইতিমধ্যেই দিল্লির রেলমন্ত্রক থেকে বার্তা পাঠান হয়েছে। তারপরই মেট্রো কর্তৃপক্ষ এই বিষয়ে নিয়ে তৎপর। একাধিক বৈঠকই হয়েছে। যেটুকু কাজ বাকি রয়েছে সেটুকু যাতে দ্রুত শেষ করার যায় তারই ওপর জোর দেওয়া হচ্ছে।
710
ভার্চুয়াল উদ্বোধন
একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযয়ী এক আধিকারির জানিয়েছেন, আগামী ২৪ এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি শিয়ালদহ-এসপ্ল্যানেড অংশের উদ্বোধন করতে পরেন।
810
রেল স্টেশনের উদ্বোধন
কারণ এই দিন ‘অমৃত ভারত’ প্রকল্পের আওতায় নবরূপে সজ্জিত একাধিক রেলওয়ে স্টেশনেরও উদ্বোধনের কথা আছে বলে জানিয়েছেন ওই আধিকারিক।
910
মেট্রো কর্তৃপক্ষ মুখে কুলুপ
যদিও এই বিষয় নিয়ে মেট্রো কর্তৃপক্ষ মুখে কুলুপ এঁটেছে। এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি।
1010
মেট্রো চালুতে প্রয়োজন অনুমোদন
ইস্ট-ওয়েস্ট মোট্রো করিডোর ১৬.৬ কিলোমিটার। বাকি রয়েছে ২.৬ কিলোমিটার অংশ। এই এলাকায় মেট্রো চালুর জন্য একাধিক দফতরের অনুমোদন প্রয়োজন। ইতিমধ্যেই একটি এজেন্সি পরিদর্শন করেছে। সেই এজেন্সির সার্টিফিকেট পাওয়ার পরে কমিশনার অফ রেলওয়ে সেফটির (সিআরএস) পরিদর্শন হবে। সিআরএসের অনুমোদন পেলে তবেই পরিষেবা শুরু করতে পারবে মেট্রো কর্তৃপক্ষ।