মেট্রো উদ্বোধনের পরই স্টেশনে বাড়ছে যাত্রীদের চাপ, পুজোর আগে একগুচ্ছ পদক্ষেপ রেলের

Published : Sep 04, 2025, 06:55 AM IST

Local Train News: শহরজুড়ে আরও তিন লাইনে মেট্রো জুড়তেই বেড়েছে যাত্রী চাপ। ফলে উৎসবের মরশুমের আগে যাত্রী পরিষেবায় জোড় দিতে আরও একগুচ্ছ পদক্ষেপ নিলো রেলওয়ে কর্তৃপক্ষ। বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

PREV
15
যাত্রী সংখ্যা বেড়েছে দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে

দমদম ক্যান্টনমেন্ট স্টেশন এখন প্রতিদিনের যাত্রীদের জন্য এক গুরুত্বপূর্ণ ইন্টারচেঞ্জ পয়েন্ট। মেট্রোর হলুদ লাইন চালুর পর থেকেই স্টেশনের যাত্রীসংখ্যা বেড়েছে প্রায় ৬০ শতাংশ। বর্তমানে প্রতিদিন গড়ে প্রায় ৬৫ হাজার যাত্রী এই স্টেশন দিয়ে যাতায়াত করেন। যাত্রীদের সুবিধা ও বাড়তি চাহিদা মেটাতে ইতিমধ্যেই শিয়ালদহ ডিভিশনের ইস্টার্ন রেলওয়ে নতুন ইএমইউ পরিষেবা চালু করেছে, কয়েকটি ট্রেনের পরিষেবা বাড়িয়েছে এবং একাধিক বড়সড় পরিকাঠামোগত প্রকল্প হাতে নিয়েছে।

25
শুরু হচ্ছে নতুন ফুট ওভারব্রিজ তৈরির কাজ

এরই অংশ হিসাবে দু’টি নতুন ফুট ওভারব্রিজ তৈরির কাজ শুরু হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে। প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে তৈরি হবে এই প্রকল্প। ৯ মাসের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করেছে রেল। দুর্গাপুজোর পর থেকেই কাজ শুরু হবে। ফেব্রুয়ারি–মার্চ, ২০২৬-এর মধ্যে কাজ শেষ হওয়ার সম্ভাবনা।

35
মেট্রো থেকে ইস্টার্ন রেলওয়ে সংযোগ

প্রথম ফুট ওভারব্রিজ: মেট্রো থেকে ইস্টার্ন রেলওয়ে সংযোগ • ৬ মিটার চওড়া ফুট ওভারব্রিজ, যা দমদম ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশনকে প্ল্যাটফর্ম ১ ও সেখান থেকে প্ল্যাটফর্ম ২ ও ৩-এর সঙ্গে যুক্ত করবে। • থাকছে আধুনিক সুবিধা: • প্ল্যাটফর্ম ১-এ এসকেলেটর • মেট্রো দিকের প্ল্যাটফর্ম ২ ও ৩-এ লিফট • রেলওয়ে সার্কুলেটিং এলাকায় লিফট

45
অতিরিক্ত যাত্রী সুবিধায় জোর রেলের

দ্বিতীয় ফুট ওভারব্রিজ: বারাসত দিক সংযোগ • বারাসত (বিটি) দিকের প্রান্তে ৬ মিটার চওড়া ফুট ওভারব্রিজ তৈরি হবে। • এই ব্রিজ প্ল্যাটফর্ম ১, ২ ও ৩-কে একে অপরের সঙ্গে সংযুক্ত করবে।

অতিরিক্ত যাত্রী সুবিধা • সার্কুলেটিং এলাকা উন্নয়ন • নতুন ‘পে অ্যান্ড ইউজ’ টয়লেট ব্লক, যেখানে বিশেষভাবে থাকছে প্রতিবন্ধীদের জন্য সুবিধা • মেট্রো দিকের দুটি নতুন বুকিং উইন্ডো, ভিড় সামলাতে • যাত্রীদের সুবিধার জন্য প্ল্যাটফর্ম উঁচু করা

55
স্টেশনে ভিড় নিয়ন্ত্রণে জরুরি পদক্ষেপ

এই প্রকল্পগুলি বাস্তবায়িত হলে স্টেশনে ভিড় নিয়ন্ত্রণে আসবে, যাত্রীদের চলাচল হবে আরও নিরাপদ ও দ্রুত। একই সঙ্গে রেলওয়ে ও মেট্রোর মধ্যে যোগাযোগ ব্যবস্থাও হবে আরও সুবিধাজনক। ইস্টার্ন রেলওয়ের দাবি, এই পদক্ষেপ শুধু যাত্রী পরিষেবা বাড়ানোই নয়, কলকাতার উপনগরীয় যাত্রীদের জন্য এক আধুনিক, যাত্রীবান্ধব পরিকাঠামো গড়ে তোলার দিকেও গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

Read more Photos on
click me!

Recommended Stories