- Home
- West Bengal
- West Bengal News
- সাগরে ফের চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, লক্ষ্মীবারে বেলা গড়াতেই তুমুল বৃষ্টিতে ভাসবে একাধিক জেলা
সাগরে ফের চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, লক্ষ্মীবারে বেলা গড়াতেই তুমুল বৃষ্টিতে ভাসবে একাধিক জেলা
WB Weather Forecast: ফের উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। যার প্রভাবে বঙ্গে ব্যাপক বৃষ্টির পূর্বাভাস। ফলে লক্ষ্মীবারে কেমন থাকবে উত্তর থেকে দক্ষিণের আবহাওয়া? জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি।।

শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত। আগামী ২৪ ঘন্টায় ওড়িশা উপকূলে স্থলভাগে প্রবেশ করবে। এটি ঝাড়খন্ড হয়ে ছত্রিশগড়ের দিকে এগিয়ে যাবে। স্পষ্ট নিম্নচাপের প্রভাবে রাজ্যের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। সমুদ্র উত্তাল থাকবে। মৎস্যজীবীদের আগামী ২৪ ঘন্টায় সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বাংলা ও ওড়িশার উপকূলের মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা।
বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস
উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বিক্ষিপ্তভাবে সব জেলাতেই। জানা গিয়েছে, বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে। বৃহস্পতি, শুক্র ও শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বিক্ষিপ্তভাবে। রবিবার থেকে ফের ভারী বৃষ্টি উত্তরবঙ্গের উপরের দিকের কয়েকটি জেলায়। রবিবার এবং সোমবার কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা।
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
দক্ষিণবঙ্গে আজ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা। দু-এক জায়গায় ঝোড়ো হাওয়া। বিক্ষিপ্তভাবে বজ্রপাতের আশঙ্কা। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি উপকূল ও সংলগ্ন পশ্চিমের জেলাগুলিতে। আজ দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দক্ষিণবঙ্গে
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃহস্পতি ও শুক্রবার মূলত মেঘলা কখনও আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতে। শনি ও রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও সোমবার ফের বৃষ্টির পরিমাণ বাড়বে।
কলকাতার আবহাওয়ার আপডেট
কলকাতায় মূলত মেঘলা আকাশ এবং আর্দ্রতাজনিত অস্বস্তি ভাব বজায় থাকবে। বৃষ্টি হলে সাময়িক স্বস্তি। না হলেই অস্বস্তি আরও বাড়বে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা। বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা থাকবে শহরে। উইকেন্ডে বৃষ্টি কমবে আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটাই বাড়বে। এই মরশুমে বর্ষায় বৃষ্টিপাতের স্বাভাবিক পরিস্থিতি রাজ্যে। দক্ষিণবঙ্গে সামগ্রিকভাবে ১৭ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। স্বাভাবিকের তুলনায় ১৫ শতাংশ কম বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। কলকাতায় স্বাভাবিক এর তুলনায় ১৮ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে বলে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর।

