SIR প্রক্রিয়ায় কী তথ্য গোপন করছে নির্বাচন কমিশন? কলকাতা হাইকোর্টে দায়ের মামলা

Published : Jan 27, 2026, 07:27 PM IST

SIR প্রক্রিয়া নিয়ে ফের বিপাকে নির্বাচন কমিশন। SIR প্রক্রিয়ায় কী তথ্য গোপন করছে কমিশন? বিশদে জানতে চেয়ে নয়া মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। কী হতে চলেছে

PREV
16

রাজ্যে এসআইআর প্রক্রিয়া নিয়ে আবারও নতুন মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। কেন হচ্ছে এসআইআর? এই প্রক্রিয়ার যৌক্তিকতা এবং তার পক্ষে নির্দিষ্ট কারণ দর্শানোর নথি প্রকাশ না করার অভিযোগে দায়ের করা হয়েছে নতুন মামলা। চলতি মাসেই ওই মামলার শুনানি হওয়ার কথা।

26

এসআইআর নিয়ে ফের মামলা কলকাতা হাইকোর্টে

মঙ্গলবার বিচারপতি কৃষ্ণা রাওয়ের সামনে বিষয়টি তুলে ধরেন এক আইনজীবী। আদালতে তিনি জানিয়েছেন, রাজ্যে নির্বাচন কমিশন রাজ্যে যে বিশেষ সংশোধনী চালাচ্ছে তার নেপথ্যে কী যুক্তি বা কারণ তা এখনও স্পষ্ট নয়।

36

অথচ আইনি বিধি অনুসারে, এ ধরণের বিশেষ রিভিশন প্রক্রিয়া চালাতে হলে নির্দিষ্ট কারণ উল্লেখ করাটা বাধ্যতামূলক। কিন্তু সেই সংক্রান্ত নথি বা রিপোর্ট কমিশনের তরফে প্রকাশ করা হয়নি বলেই অভিযোগ।

46

কমিশনের কাছে আবেদন: এদিকে আবেদনকারীর দাবি, এসআইআর প্রক্রিয়া শুরু করার আগে কমিশনের কাছে থাকা তথ্য বা পরিস্থিতিগত রিপোর্ট প্রকাশ্যে আনা হয়নি। এ বিষয়ে জানার জন্য তথ্য জানার অধিকার আইনের আওতায় কমিশনের কাছে আবেদনও করা হয়েছিল। সেই আবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় তথ্য প্রকাশ করার নির্দেশ দিয়েছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

56

কবে মামলার শুনানি: অভিযোগ, নির্দেশ সত্ত্বেও কমিশনের তরফে কোনও নথি বা তথ্য সরবরাহ করা হয়নি। শেষমেশ তাই হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছেন ওই আইনজীবী। মামলা দায়েরের আবেদন মঞ্জুর করা হয় কলকাতা হাইকোর্টের তরফে। জানা যাচ্ছে, আগামী ৬ ফেব্রুয়ারি এই মামলার শুনানি হতে পারে আদালতে। সেখানে এসআইআর প্রক্রিয়া চালানোর বৈধতা থেকে কমিশনের সিদ্ধান্তের নেপথ্যে কারণের মতো একাধিক প্রশ্ন উঠতে পারে বলে মনে করা হচ্ছে।

66

এর আগেই এসআইআর প্রক্রিয়া নিয়ে মামলা উঠেছে হাইকোর্টে। সেই মামলায় আবেদনকারীর দাবি ছিল, প্রক্রিয়ার সময়সীমা বৃদ্ধি করা হোক। সেইসঙ্গে এসআইআর এর প্রয়োজনীয়তা কী, সে বিষয়ে নির্বাচন কমিশন বিস্তারিত তথ্য আদালতের কাছে দিক, এও দাবি জানানো হয়েছিল। সেসময় শুনানিতে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল, এসআইআর করার ক্ষেত্রে কী দেখা হচ্ছে সেটা কমিশনকে জানাতে হবে।

Read more Photos on
click me!

Recommended Stories