এপ্রিল, মে, জুনেও থাকবে টানা ছুটি
সরকারি তালিকা অনুযায়ী, আগামী ৩ এপ্রিল, শুক্রবার, রয়েছে গুড ফ্রাইডে। পরেরদিন আবার শনি এবং রবিবার থাকছে ছুটি। সব মিলিয়ে মিলবে ৩ দিনের ছুটি। পরের মাসে অর্থাৎ ১ মে পড়েছে মে দিবস। এদিন আবার বুদ্ধপূর্ণিমাও। তারপরের দুই দিন শনি এবং রবিবার পাবেন ছুটি।