জানুয়ারির পরেও রয়েছে লম্বা ছুটি! নবান্নের হলিডে লিস্ট দেখেছেন? পোয়াবারো সরকারি কর্মীদের

Published : Jan 26, 2026, 05:24 PM IST

বর্তমান কর্পোরেটের যুগে টানা ৪-৫ দিন ছুটি পাওয়া খুব কঠিন। তবে কোনো ক্ষেত্রে যদি ছুটি টানা ৪ দিনের হয়ে যায় সেক্ষেত্রে কেল্লাফতে। যেমনটা জানুয়ারিতে হল। তবে চিন্তা নেই, আগামী দিনে এমন ছুটির (West Bengal Holiday List 2026) পালা খুব শীঘ্রই ফের আসছে।

PREV
19

নিত্যদিনের কাজের ব্যস্ততার মাঝেই মন চায় একটু ঘুরতে যেতে। মাঝে মধ্যে পাহাড়ের স্বাদ অথবা সমুদ্রের ছোঁয়া পেতে কে না চায় কিন্তু কাজের শিডিউল, ডেডলাইন মেনে কিছুতেই ঘোরা সম্ভব হয়ে ওঠে না। তার ওপর কর্পোরেটের যুগে টানা ৪-৫ দিন ছুটি পাওয়া খুব কঠিন।

29

তবে কোনো ক্ষেত্রে যদি ছুটি টানা ৪ দিনের হয়ে যায় সেক্ষেত্রে কেল্লাফতে। যেমনটা জানুয়ারিতে হল। তবে চিন্তা নেই, আগামী দিনে এমন ছুটির (West Bengal Holiday List 2026) পালা খুব শীঘ্রই ফের আসছে।

39

বাকি মাসেও মিলবে টানা ছুটি

গত ২৩ জানুয়ারি, শুক্রবার ছিল সরস্বতী পুজো এবং নেতাজি জন্মজয়ন্তী। তারপর শনি-রবি তো ছুটি ছিল। তার সঙ্গে আজ আবার সোমবার হল ৭৭ তম প্রজাতন্ত্র দিবস। অর্থাৎ বছরের প্রথমেই একটা টানা ৪ দিনের ছুটি পেয়েছেন অনেকে। আর সেই ছুটি উপভোগ করতে সকলেই কম বেশি প্রায় গিয়েছে ঘুরতে। তবে চিন্তানেই, এমন ছুটি আর আসতে চলেছে চলতি বছরে। একনজরে জেনে নেওয়া যাক সেই একটানা ছুটির তালিকাটি।

49

জেনে নিন ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের কোন কোন তারিখে ছুটি পেতে পারেন সরকারি কর্মীরা। তাহলে আগে থেকেই বেড়াতে যাওয়ার পরিকল্পনা করে ফেলতে পারবেন তাঁরা।

59

ছুটির লিস্ট বলছে স্কুল ও সরকারি কর্মীদের ছুটি শুরু হচ্ছে ২৮শে ফেব্রুয়ারি শনিবার থেকে।

শনিবার ২৮শে ফেব্রুয়ারি

রবিবার ১লা মার্চ

সোমবার ২রা মার্চ অ্যাপ্লাই করুন ছুটির

মঙ্গলবার ৩রা মার্চ দোলযাত্রা

বুধবার ৪ঠা মার্চ হোলি

অর্থাৎ মাঝে সোমবার একটা ছুটি নিলেই টানা ৫দিনের বিরতি পেয়ে যাবেন সরকারি কর্মীরা ও স্কুল পড়ুয়ারা।

69

এপ্রিল, মে, জুনেও থাকবে টানা ছুটি

সরকারি তালিকা অনুযায়ী, আগামী ৩ এপ্রিল, শুক্রবার, রয়েছে গুড ফ্রাইডে। পরেরদিন আবার শনি এবং রবিবার থাকছে ছুটি। সব মিলিয়ে মিলবে ৩ দিনের ছুটি। পরের মাসে অর্থাৎ ১ মে পড়েছে মে দিবস। এদিন আবার বুদ্ধপূর্ণিমাও। তারপরের দুই দিন শনি এবং রবিবার পাবেন ছুটি।

79

তাই সেক্ষেত্রেও মিলছে টানা ৩ দিনের ছুটি। জুনেও থাকছে টানা ৩ দিনের ছুটি। আগামী ২৬ জুন, শুক্রবার, রয়েছে মহরম। তারপরও ধনী রবি দুই দিন থাকছে ছুটি। এখানেই শেষ নয়, আগামী ৪ সেপ্টেম্বর জন্মাষ্টমী পড়েছে শুক্রবার, এরপরও ২ দিন থাকছে ছুটি।

89

পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২ অক্টোবর শুক্রবার রয়েছে গান্ধী জয়ন্তী। তারপর শনি ও রবিবার, পরপর ৩ দিন ছুটি মিলবে। এরপর আগামী ২৫ অক্টোবর রয়েছে বড়দিন অর্থাৎ ক্রিসমাস। সৌভাগ্যবশত সেই দিন পড়েছে শুক্রবার।

99

তার পরের দুই দিন শনি এবং রবিবার পড়ায় টানা ৩ দিনের ছুটিতে ঘুরে আসা যাবে কাছাকাছি যেকোনো অফবিট এলাকায়। তাই মুখ গোমরা না করে এখন থেকেই শুরু করে দিন আগামী ছুটির প্ল্যান।

Read more Photos on
click me!

Recommended Stories