শুনানিতে কেঁদে ফেললেন মানিক ভট্টাচার্য! প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে ভাইয়ের বক্তব্যই হাতিয়ার ইডির

Published : Jul 29, 2024, 09:10 PM IST
ED opposes Manik Bhattacharya s bail in primary recruitment corruption case bsm

সংক্ষিপ্ত

আদালতে শুনানির সময় মানিক ভট্টাচার্য বলেন, ছোট ভাই আমার সন্তানের মত। গ্রেফতারির সময় ও সিবিআইকে কী বলেছে, তা জামিনের ক্ষেত্রে বিবেচ্যা হওয়া উচিৎ নয়। 

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত মানিক ভট্টাচার্যের জামিন মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্ট। সেখানেই তিনি রীতিমত কেঁদে ভাসালেন। তাঁর দাবি ছোট ভাইয়ের বয়ানকে হাতিয়ার করে তাঁর জামিনের বিরোধিতা করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। একই সঙ্গে তাঁকে দুর্নীতিগ্রস্ত হিসেবে প্রমাণ করার চেষ্টাও চালাচ্ছে। নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত হিসেবেই তাঁকে গ্রেফতার করা হয়েছিল।

এদিন আদালতে শুনানির সময় মানিক ভট্টাচার্য বলেন, 'ছোট ভাই আমার সন্তানের মত। গ্রেফতারির সময় ও সিবিআইকে কী বলেছে, তা জামিনের ক্ষেত্রে বিবেচ্যা হওয়া উচিৎ নয়। সেই সময় পরিস্থিতি আলাদা ছিল।' এমনটাও দাবি করেন তিনি।

তৃণমূল কংগ্রেস বিধায়ক মানিক ভট্টাচার্য। সোমবার জামিনের বিরোধিতা করতে গিয়ে কিছু নথি আদালতে পেশ করে ইডি। কেন্দ্রীয় সংস্থার দাবি মানিক দুর্নীতি করেছেন তার ইঙ্গিত দিয়েছেন তাঁর ভাই। ইডির দাবি ছিল, মানিকের বিরুদ্ধে অভিযোগ করেছেন তার নিজের ছোট ভাই।

জেল থেকেই ভিডিও কনফারেন্সে শুনানিতে অংশ নিয়েছিলেন মানিক ভট্টাচার্য। ইডির বক্তব্য পেশের পরই তিনি কান্নায় ভেঙে পড়েন। পাল্টা নিজের পক্ষেই সওয়াল করেন। তিনি বলেন, ভাইয়ের বক্তব্যকে হাতিয়ার করা ঠিক নয়। তিনি আরও বলেন, এই মামলায় তাঁর ভাই যুক্ত নন, তাই তাঁর বক্তব্যের কোনও যুক্তিকতা থাকতে পারে না।

 

বিচারপতি শুভ্রা ঘোষ মানিক ভট্টাচার্যের বক্তব্যের পাল্টা কোনও মন্তব্য করেননি। কিন্তু এদিন জামিনের আবেদনে সাড়াও দেননি। এই মামলার পরবর্তী শুনানি আগামী সপ্তাহে। এই দিনই বিচারপতি জামিনের বিপক্ষে ইডির বক্তব্য শুনবেন। দীর্ঘ দিন ধরেই জেল বন্দি রয়েছে মানিক ভট্টাচার্য। ২০১৪ সালের নথি নষ্টতেও তাঁর নাম রয়েছে বলে অভিযোগ। 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
click me!

Recommended Stories

বেলডাঙায় বাবরি মসজিদ নির্মাণের হুমকি হুমায়ুন কবীরের, হস্তক্ষেপে নারাজ কলকাতা হাইকোর্ট
বেলডাঙায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন হুমায়ুন কবীর, রাজভবনে বিশেষ সেল চালু রাজ্যপালের