পাঠ্য বইয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে রাজা রামমোহন রায়ের নাম! ভাইরাল পোস্ট ঘিরে তুঙ্গে বিতর্ক

Published : Aug 09, 2023, 10:51 PM IST
Book

সংক্ষিপ্ত

ছবিটি পোস্ট করার সঙ্গে সঙ্গেই সমালোচনার ঝড় ওঠে নেট পাড়ায়। প্রশ্ন উঠছে স্কুলের শিক্ষার মান নিয়েও।

একদিকে স্কুল শিক্ষায় জাতীয় শিক্ষানীতি-সহ তিন ভাষা ফর্মুলা নিয়ে তুঙ্গে আলোচনা। অন্যদিকে একইসময় শহরের নামী বেসরকারি স্কুলের পাঠ্য বইয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে রাজা রামমোহন রায়ের নাম। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমনই একটি ছবি। এই ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে নেটিজেনদের মধ্যে। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের দাবি কলকাতার নাম করা বেসরকারি স্কুল টেকনো ইন্ডিয়া স্কুলের ক্লাস ফাইভের পাঠ্য বইতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবির তলায় রাজা রামমোহন রায়ের নাম লেখা রয়েছে (এই পোস্টের সত্যতা যাচাই করেনি এশিয়ানেট নিউজ বাংলা)।

ছবিটি পোস্ট করার সঙ্গে সঙ্গেই সমালোচনার ঝড় ওঠে নেট পাড়ায়। প্রশ্ন উঠছে স্কুলের শিক্ষার মান নিয়েও। শহরের নামী স্কুলের পাঠ্য বইয়ে এহেন ভুল কীভাবে হতে পারে সেই বিষয় ক্ষোভ প্রকাশ করেছেন নেট নাগরিকরা। একজন ফেসবুক ব্যবহারকারী বইয়ের ছবিটি পোস্ট করে লিখেছেন,'কলকাতার টেকনো স্কুলের ক্লাস ফাইভের বই। রবীন্দ্রনাথ ঠাকুরকে চেনে না, রাজা রামমোহন রায়কে চেনে না। এই লজ্জা রাখবে কোথায়?' ঝড়ের গতিতে ভাইরাল হতে থাকে পোস্টটি। পোস্টটির কমেন্টে অনেকেই রাজ্যের শিক্ষার মান নিয়ে প্রশ্ন তুলেছেন। পাশাপাশি এই ঘটনাকে 'লজ্জা'র বলেও উল্লেখ করেছেন নেটিজেনরা। ইতিমধ্যেই ১৪২ জন পোস্টটি শেয়ার করেছেন।

 

PREV
click me!

Recommended Stories

বেলডাঙায় বাবরি মসজিদ নির্মাণের হুমকি হুমায়ুন কবীরের, হস্তক্ষেপে নারাজ কলকাতা হাইকোর্ট
বেলডাঙায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন হুমায়ুন কবীর, রাজভবনে বিশেষ সেল চালু রাজ্যপালের