এই দাবিকে ঘিরেই প্রায় আধ ঘণ্টা ধরে শুনানি বন্ধ থাকে বলে জানা গেছে। ব্লক অফিস চত্বরে তৈরি হয় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। তৃণমূল সূত্রের খবর, রবিবার রাজ্যের বিএলএ-দের সঙ্গে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি বৈঠক করেন। সেই বৈঠকেই শুনানির সময় বিএলএ-দের উপস্থিতি না থাকলে লিখিত নির্দেশিকা দাবি করার পরামর্শ দেন তিনি। সেই নির্দেশ মেনেই এদিন বিধায়ক ও দলের কর্মীরা অবস্থান নেন বলে জানা গেছে। ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও লিখিত নির্দেশিকা দেখানো হয়নি। ফলে শুনানি ফের কখন শুরু হবে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।