হুগলিতে এসআইআর-ভোটার শুনানিতে তরজা, জেলাশাসকদের কড়া বার্তা নির্বাচন কমিশনের

Published : Dec 29, 2025, 06:11 PM IST

WB Sir Update: এসআইআর-ভোটার শুনানিতে হুগলির ঘটনায় এবার কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের। কী বলছে কমিশন? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
15
এসআইআর তরজা

বিভিন্ন রাজনৈতিক দলের বুথ স্তরের এজেন্টদের কোনও ভাবেই এসআইআর এর শুনানিকেন্দ্রে ঢুকতে দেওয়া যাবে না। হুগলির ঘটনার পর জেলাশাসকদের মনে করিয়ে দিল নির্বাচন কমিশন। এজেন্টদের প্রবেশাধিকার নিয়ে রাজনৈতিক দলের চাপের কাছে নতিস্বীকার না করার বার্তা দেওয়া হয়েছে। 

25
কী বলছে কমিশন?

কমিশন জানিয়েছে শুনানিকেন্দ্রে কোনও দলের এজেন্ট ঢুকলে সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। আবার হুগলির মতো শুনানির প্রক্রিয়া আটকে রাখাও যাবে না। জেলাশাসকদেরই তা নিশ্চিত করতে হবে।

35
হুগলির চুঁচুড়ায় অশান্তি

হুগলির চুঁচুড়ার তৃণমূল বিধায়কের গাজোয়ারিতে বন্ধ SIR শুনানি। তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের গাজোয়ারি! বিধায়কের ‘হুমকি’, চুঁচুড়ায় বন্ধ SIR শুনানি। শুনানিতে থাকতে দিতে হবে BLA-2-দের। হাস্যকর দাবি তৃণমূল বিধায়কের। BLA-রা ঢুকতে না পারায় বন্ধ SIR শুনানির কাজ।

45
বিতর্কে তৃণমূল বিধায়ক

চুঁচুড়া-মগরা ব্লক অফিসে ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত শুনানি মাঝপথে বন্ধ হয়ে গেল। তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের দাবি, বিএলএ ২ (বুথ স্তরের এজেন্ট ২)-দের শুনানি কক্ষে ঢুকতে দিতে হবে। যদি এ বিষয়ে নির্বাচন কমিশনের কোনও নিষেধাজ্ঞা থাকে, তবে তা লিখিত আকারে দেখাতে হবে।

55
হুগলিতে উত্তেজনা

এই দাবিকে ঘিরেই প্রায় আধ ঘণ্টা ধরে শুনানি বন্ধ থাকে বলে জানা গেছে। ব্লক অফিস চত্বরে তৈরি হয় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। তৃণমূল সূত্রের খবর, রবিবার রাজ্যের বিএলএ-দের সঙ্গে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি বৈঠক করেন। সেই বৈঠকেই শুনানির সময় বিএলএ-দের উপস্থিতি না থাকলে লিখিত নির্দেশিকা দাবি করার পরামর্শ দেন তিনি। সেই নির্দেশ মেনেই এদিন বিধায়ক ও দলের কর্মীরা অবস্থান নেন বলে জানা গেছে। ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও লিখিত নির্দেশিকা দেখানো হয়নি। ফলে শুনানি ফের কখন শুরু হবে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

Read more Photos on
click me!

Recommended Stories