পশ্চিমবঙ্গের বকেয়া ডিএ নিয়ে RTI Report
পশ্চিমবঙ্গের বকেয়া ডিএ পেতে মরিয়া রাজ্য সরকারি কর্মীরা। তাই আদালত, আন্দোলন, আইনি কৌশল সমস্ত চেষ্টাই করে যাচ্ছেন। এদিকে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা সর্বমোট কত জন ডিএ পাওয়ার অধিকারী, এই মর্মে একটি RTI করেছিলেন। সেই রিপোর্ট পাওয়া গেছে। এই তালিকায় পেনশনভোগী, শিক্ষক শিক্ষিকা, মিউনিসিপ্যাল ও পঞ্চায়েতের কর্মীরা নেই।