ইডির হাতে ছাড় নেই বালুর! 'কাকুর কণ্ঠস্বরের' পর এবার জ্যোতিপ্রিয় মল্লিকের 'হস্তাক্ষর' পরীক্ষার আর্জি

এবার হবে হাতের লেখা পরীক্ষা। হাসপাতাল থেকে পাওয়া জ্যোতিপ্রিয় মল্লিকের সেই চিঠির হাতের লেখা পরীক্ষা করাতে চাইল ইডি।

Subhankar Das | Published : Jun 13, 2024 3:53 AM IST

এবার হবে হাতের লেখা পরীক্ষা। হাসপাতাল থেকে পাওয়া জ্যোতিপ্রিয় মল্লিকের সেই চিঠির হাতের লেখা পরীক্ষা করাতে চাইল ইডি।

তাঁর হাতের লেখার নমুনা সংগ্রহের জন্য এবার আদালতের দ্বারস্থ হল কেন্দ্রীয় সংস্থাটি। ইডি আগেই অভিযোগ জানায়, এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) চিকিৎসাধীন থাকাকালীন শাহজাহান এবং শঙ্কর আঢ্যের নাম লেখা একটি চিঠি মেয়েকে দেওয়ার চেষ্টা করেছিলেন এই তৃণমূল নেতা। সেই চিঠিতে টাকার আদানপ্রদান সংক্রান্ত বিষয়ে নির্দেশ ছিল বলে খবর। ওই চিঠির ভিত্তিতেই শাহজাহানের বাড়িতে তল্লাশি করতে যায় ইডি। পরবর্তীতে গ্রেফতার করা হয় শঙ্কর আঢ্যকেও।

Latest Videos

চিঠি উদ্ধারের পরে জ্যোতিপ্রিয় মল্লিকের বয়ান নেওয়া হয়েছিল বলে ইডি সূত্রে খবর পাওয়া যাচ্ছে। আর এবার বাংলা এবং ইংরেজি মিশিয়ে লেখা সেই চিঠির ফরেন্সিক পরীক্ষা করাতে উদ্যোগী হলেন ইডির তদন্তকারীরা। প্রসঙ্গত, এর আগে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’-র কণ্ঠস্বর পরীক্ষা করেছিল ইডি।

ইডির একটি সূত্র মারফৎ জানা যাচ্ছে, গত ১৯ ডিসেম্বর তদন্তকারীদের জেরায় খাদ্যমন্ত্রী নিজেই সেই চিঠি লেখার বিষয়টি স্বীকার করে নেন। কিন্তু পরে মত বদল করে সেই চিঠি লেখার বিষয়টি অস্বীকার করতে পারেন রেশন বণ্টন দুর্নীতি মামলায় ধৃত জ্যোতিপ্রিয় মল্লিক।

সেই ভাবনাও ঘুরপাক খাচ্ছে ইডি আধিকারিকদের মাথায়। তাই তথ্যপ্রমাণ হাতে রাখতে চাইছেন তারা। তাছাড়া ওই চিঠির সূত্র ধরে যেহেতু শাহজাহান এবং শঙ্করের বাড়িতে অভিযান চালানো হয়েছিল, তাই মামলা আরও পোক্ত করতে যাবতীয় তথ্যপ্রমাণ হাতে রাখতে চাইছে ইডি।

সেই প্রক্রিয়ারই অংশ হিসেবেই জ্যোতিপ্রিয় মল্লিকের হাতের লেখা পরীক্ষা করার তোড়জোড় শুরু করে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে হয়ত ধৃত মন্ত্রীর অন্য কোনও লেখার সঙ্গে ওই চিঠির লেখাটি মিলিয়ে দেখা হতে পারে। তাই নমুনা সংগ্রহের জন্য আবেদন জানানো হয়েছে আদালতে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

সে কে? যার নাম শুনতেই ক্ষমা চাইলেন মীনাক্ষী, দেখুন | Minakshi Mukherjee Speech Today | Flood
'ও তো নেতা, মন্ত্রী নয়, ১৬ মাস জেল খাটিয়েছে, আমি পাপের শাস্তি পেয়েছি' | Anubrata Mondal
Siliguri-র Bidhan Market-এ বিধ্বংসী আগুন! ছাইয়ে পরিণত হল একাধিক দোকান | Siliguri News Today
BJP LIVE: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য, কী অভিযোগ, দেখুন সরাসরি
নার্সদের জুতোর বাড়ি! ঝাঁঝিয়ে উঠলেন কিঞ্জল, তুলকালাম সাগর দত্ত মেডিক্যাল | Sagar Dutta Medical