সকালেই ভালো খবর! এই দিন থেকে চলবে এসপ্ল্যানেড-শিয়ালদহ মেট্রো, তারিখ জানিয়ে দিল মেট্রোরেল কর্তৃপক্ষ

জোর কদমে চলছে ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজ। ইতিমধ্যেই আংশিকভাবে রুট চালু রয়েছে তবে এসপ্ল্যানেড ও শিয়ালদহ এর মাঝের লাইন জোড়া সম্ভব হয়নি। এই অংশ নিয়েই সবথেকে বেশি সমস্যা হচ্ছে।

কবে হবে ট্রায়াল রান, কবে থেকে চালু হবে এসপ্ল্যানেড-শিয়ালদাহ মেট্রো? এই রুটের যাত্রীদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন এটাই আপাতত। জানা যাচ্ছে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড ও শিয়ালদহ থেকে সেক্টর ৫ পর্যন্ত লাইন ইতিমধ্যেই চালু হয়েছে। তবে মাঝের ২ কিমি রাস্তায় চলছে কাজ। বিশেষ করে বউবাজারের কাছের ২০০ মিটার জায়গাতেই সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ইঞ্জিনিয়ারদের। কাজের গতিপ্রকৃতি পর্যবেক্ষণের জন্য পরিদর্শনে এসেছিলেন মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি।

জোর কদমে চলছে ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজ। ইতিমধ্যেই আংশিকভাবে রুট চালু রয়েছে তবে এসপ্ল্যানেড ও শিয়ালদহ এর মাঝের লাইন জোড়া সম্ভব হয়নি। এই অংশ নিয়েই সবথেকে বেশি সমস্যা হচ্ছে। আসন্ন মার্চ ২০২৫ এর মধ্যেই কাজ সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এই মর্মে KMRC এর এমডি মেট্রো কর্তৃপক্ষের আধিকারিকদের একটি অ্যাকশন প্ল্যান তৈরির জন্য চিঠি পাঠিয়েছেন। সেখানেই কাজের দিনক্ষণ উল্লেখ করা রয়েছে।

Latest Videos

আগামী ১৫ই ডিসেম্বরের মধ্যেই ওয়েস্ট লাইনের সিভিল ইঞ্জিনিয়ারিং সংক্রান্ত কাজ শেষ হওয়ার কথা। তারপর ২৫শে ডিসেম্বর ট্রলি ইন্সপেকশন করা হবে। সিভিলের কাজ শেষ হয়ে গেলেই ওয়েস্ট লাইনের কাজও শেষ করা হবে ৪ঠা জানুয়ারির মধ্যে আর ৭ই জানুয়ারি নাগাদ ট্রলি ইন্সপেকশন সেরে ফেলা হবে। ইন্সপেকশনের কাজ শেষ হলেই ইলেক্ট্রিকালের কাজ শুরু করা হবে। যেটা ৩১শে জানুয়ারির মধ্যে শেষ করা হবে।

এরপরেই সিগনালিংয়ের কাজে হাত লাগানো হবে। আগামী ১৫ ই মার্চের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সিআরএস ইন্সপেকশন হবে মার্চের শেষের দিকেই। ইঞ্জিনিয়ারদের মতে, এসপ্ল্যানেড থেকে মহাকরণ পর্যন্ত দুটো রেক চালানো হচ্ছে। যে কারণে টানেলে লাগানো সমস্ত স্টিলের স্ট্রাকচার সরিয়ে ফেলতে হয়। এছাড়া লাইনেও চার্জ করতে হয়। তাই মেট্রো বাতিল করে একটানা কাজের সময় পাওয়া গেলে আরও দ্রুতগতিতে কাজ সম্পন্ন করা যাবে।

Share this article
click me!

Latest Videos

‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি