আর জি কর মেডিক্যাল কলেজে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠার পর থেকেই আন্দোলন শুরু করে সিপিআইএম। এই আন্দোলনকে কেন্দ্র করে দলীয় সংগঠনকে চাঙ্গা করে তোলার লক্ষ্যে সিপিআইএম।
করোনাভাইরাস অতিমারীর সময় রাজ্যজুড়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিল বামপন্থী সংগঠনের সদস্যদের নিয়ে গঠিত 'রেড ভলান্টিয়ার্স'। যদিও তার ফলে সিপিআইএম-এর সংগঠন চাঙ্গা হয়নি। ভোটের ফলে এর কোনও প্রভাব পড়েনি। ২০২৬ সালে বিধানসভা নির্বাচনের বছর দেড়েক আগে আর জি কর মেডিক্যাল কলেজে নৃশংস ঘটনার প্রতিবাদে রাজ্যজুড়ে আন্দোলনের ক্ষেত্রেও অন্যতম প্রধান ভূমিকা পালন করেছেন বামপন্থীরা। 'মেয়েদের রাত দখল,' 'ভোর দখল'-এর মতো কর্মসূচিতে অসংখ্য সাধারণ মানুষের সাড়া পাওয়া গিয়েছে। দুর্গাপুজোর সময়ও বিভিন্ন জায়গায় প্রতিবাদ কর্মসূচি দেখা গিয়েছে। বর্তমানে এই আন্দোলন কার্যত থেমে গেলেও, নতুন করে রাস্তায় নামছে সিপিআইএম। যেদিন কলকাতা হাইকোর্টের নির্দেশে আর জি কর মামলার তদন্তভার নিয়েছে সিপিআইএম, তার ১০০ দিন পূর্তিতে সিজিও কমপ্লেক্স অভিযানের ডাক দিয়েছে সিপিআইএম। বৃহস্পতিবার সিপিআইএম রাজ্য কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে। আর জি কর মেডিক্যাল কলেজের ঘটনা নিয়ে আন্দোলনকে হাতিয়ার করে বিধানসভা নির্বাচনের আগে দলীয় সংগঠনকে চাঙ্গা করে তোলাই সিপিআইএম-এর লক্ষ্য।
আগামী বৃহস্পতিবার পথে নামছে সিপিআইএম
২১ নভেম্বর সিবিআই-এর আর জি কর মামলার তদন্ত শুরু করার ১০০ দিন পূর্ণ হচ্ছে। সেদিনই সিজিও কমপ্লেক্স অভিযান করতে চলেছে সিপিআইএম। ২০২৫ সালের ২২ থেকে ২৫ ফেব্রুয়ারি হুগলির ডানকুনিতে সিপিআইএম-এর রাজ্য সম্মেলন হতে চলেছে। এই সম্মেলনের আগে দলীয় সংগঠনের শক্তি বাড়ানোই সিপিআইএম-এর লক্ষ্য। এই কারণেই আন্দোলনের পথ বেছে নেওয়া হচ্ছে।
আর জি কর মেডিক্যাল কলেজের তদন্ত কোন পথে?
শিয়ালদা আদালতে চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলার শুনানি চলছে। আদালতে চার্জশিট জমা দিয়েছে সিবিআই। এরই মধ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপর চাপ বাড়ানোর লক্ষ্যে সিপিআইএম।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
ময়দান রাজনীতিমুক্ত করার জন্য আন্দোলন নিয়ে সিপিআইএম দফতরে গোপন বৈঠক, অভিযোগ কুণাল ঘোষের
ফেসবুক লাইভে শ্লীলতাহানির অভিযোগ মহিলা সাংবাদিকের, সাসপেন্ড সিপিআইএম নেতা তন্ময় ভট্টাচার্য
CPIM: এবারই শেষ! আর কাস্তে-হাতুড়ি-তারা প্রতীকে নির্বাচনে লড়াই করতে পারবে না সিপিআইএম?