আচরণ নামজাদা অভিনেতাদের মতো, আদালত চত্বরে উপস্থিত জনতার উদ্দেশ্যে ফ্লাইং কিস ছুঁড়লেন সঞ্জয়

Published : Nov 14, 2024, 01:37 PM IST
sanjay roy

সংক্ষিপ্ত

আরজি কর কাণ্ডের বিচার প্রক্রিয়া শুরু হওয়ার দিনই অদ্ভুত আচরণ করলেন ধৃত সঞ্জয় রায়। প্রিজন ভ্যানে ওঠার আগে ফ্লাইং কিস করতে দেখা যায় তাকে। সঞ্জয় দাবি করেন, তাকে ফাঁসানো হয়েছে এবং প্রাক্তন সিপি বিনীত গোয়েল ও ডিসি স্পেশ্যাল জড়িত।

আরজি কর কাণ্ডের বিচার প্রক্রিয়া চলছে। বুধবার দিনেই এক অদ্ভুত কাণ্ড ঘটাল ধৃত সঞ্জয় রায়। প্রিজন ভ্যালে ওঠার আগে ফ্লায়িং কিস করতে দেখ গেল সঞ্জয়কে।

পুলিশ তাকে ফাঁসিয়েছে। বিনীত গোয়েল এবং ডিসি স্পেশ্যাল সব জানে। সোমবার আদালত চত্বরে সাংবাদিকদের সামনেই চিৎকার করে এমনই দাবি করেছিলেন সঞ্জয় রায়। তাৎপর্যপূর্ণভাবে এরপরই তার নিরাপত্তা বাড়ানো হয়েছে। বিরোধীদের খোঁচা, বিনীত গোয়েলের নাম নিয়েছে সঞ্জয়। যাতে আর কিছু বলতে না পারে তাই তার নিরাপত্তা বাড়ানো হয়। সাংবাদিকদের সামনে দিতে আসতে চায় না প্রশাসন। এরই মাঝে বুধবার এক অদ্ভূত আচরণ করলেন সঞ্জয়। জনতা ও সাংবাদিকদের উদ্দেশ্যে ফ্লাইং কিস দিলেন তিনি। তাঁর আচরণ নামজাদা অভিনেতাদের কথা মনে করিয়ে দিল সকলকে।

এদিকে সঞ্জয় রায় দাবি করে তাঁকে ফাঁসানো হয়েছে। প্রাক্তন সিপি বিনীত গোয়েল এবং ডিসি স্পেশ্যালকে জিজ্ঞাস করলে সব জানা যাবে বলে দাবি করেন। এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে রিপোর্ট তলব করেছে রাজ্যপাল সিভি আনন্দ বোস।

গত ৯ অগস্ট আরজি কর থেকে উদ্ধার হয় এক মহিলা চিকিৎসকের দেহ। তাকে ধর্ষণ করে হত্যা করা হয় বলে অভিযোগ ওঠে। ঘটনায় অভিযুক্ত হন সঞ্জয় রায়। তাকে গ্রেফতার করে পুলিশ। সে পেশায় সিভিক ভলেন্টিয়ার ছিল। বর্তমানে ঘটনার তদন্ত করছে সিবিআই। ঘটনার তদন্ত করতে গিয়ে একে একে সত্য সামনে আসে। যা দেখে চমক পেয়েছে সকলে। আর্থিক দুর্নীতি থেকে শবদেহের সঙ্গে যৌন মিলনের ঘটনা আসে সামনে। তেমনই হাসপাতালের একাধিক দুর্নীতি সামনে আসে।

PREV
click me!

Recommended Stories

শনিবার রাতেই প্রবল বুকে ব্যথা! হাসপাতালে ভর্তি নচিকেতা চক্রবর্তী, কেমন আছেন গায়ক?
বিধানসভা ভোটের আগে বঙ্গে হিন্দু অস্ত্রে শান, ব্রিগেড ময়দানে শুরু লক্ষ কন্ঠে গীতাপাঠ