ফিরহাদ হাকিম বলেন, বিজেপি কোথায় আছে? না আছে সংগঠন না আছে বুথ কর্মী? এই ভাবে বিজেপি কে আক্রমণ করলেন মেয়র ফিরহাদ হাকিম।
ভুয়ো ভোটার (fake voter) আই ওয়াশ ছাড়া কিছুই নেই অভিযোগ বিজেপির (BJP)। বিজেপির এই অভিযোগের পাল্টা জবাব দিতেই এবর পথে নামলেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। নিজের বিধানসভা এলাকায় বাড়ি বাড়ি গিয়ে মিলিয়ে দেখেন ভোটার তালিকা (Voter list)। কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র আরও বলেন, আই ওয়াশ হলেও তাঁরা ভুয়ো ভোটার চিহ্নিত করছে।বিজেপির অস্তিত্ত্ব নিয়েও প্রশ্ন তুলেদেন তিনি।
ফিরহাদ হাকিম বলেন, বিজেপি কোথায় আছে? না আছে সংগঠন না আছে বুথ কর্মী? এই ভাবে বিজেপি কে আক্রমণ করলেন মেয়র ফিরহাদ হাকিম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নিজের ৮২ নম্বর ওয়ার্ডের ভোটার তালিকা নিয়ে সরজমিনে খুঁটিয়ে দেখতে বাড়ি বাড়ি গিয়ে হাতে ভোটার নিয়ে বাসিন্দা দের সঙ্গে কথা বলেন তিনি। ভুতুড়ে ভোটার অনুসন্ধানে মিলিয়ে নিলেন ভোটারদের নাম। তাঁর দাবি ভুয়ো ভোটার অভিযানে সন্ধান পেলেন বেশ কয়েক জন মৃত ভোটারের নাম। খুঁজে পেলেন অনেক নাম যা তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে কথা বলেন ৮২ নম্বর ওয়ার্ডের সাধারণ ভোটার দের সঙ্গে।
মেয়রের সঙ্গে কথা বলে স্থানীয় বাসিন্দা জানালেন যে মেয়র নিজেই এসে কথা বলে গেছেন। বাড়ির লোকদের খোঁজ নিয়েছেন। কারা বাড়িতে আছেন আবার কারা এখানে থাকেন না। সবই জানতে চেয়েছেন মেয়র নিজে। ফলে মেয়র কে দেখে তারাও খুশি যে তিনি নিজেই এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে ভোটার তালিকা যাচাই করছেন।
তবে এদিন সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিজেপি নেতাদের একহাত নিলেন ফিরহাদ। তার অভিযোগ সম্পূর্ণ অগণতান্ত্রিক পদ্ধতিতে বর্তমান মুখ্য নির্বাচন কমিশনারকে নিয়োগ করা হয়েছে। কার্যত দেশের গণতান্ত্রিক পদ্ধতি ভেঙে দিয়ে নিয়োগ করা হয়েছে মুখ্য নির্বাচন কমিশনার। আর একবার বুঝিয়ে দিলেন মেয়র ফিরহাদ হাকিম।
পাল্টা বিজেপিকে জবাব দিয়েছে যে ' তারা বলছেন যে ভুয়ো ভোটার তৃণমূল ঢুকাচ্ছে। তাহলে তারা প্রমাণ দিক। কেন তারা রাস্তায় নেমে ভুয়া ভোটার দের সন্ধান চালাচ্ছেন না কেন পাল্টা প্রশ্ন ছুঁড়ে বিজেপি কে আক্রমণ সারলেন মেয়র। তার অভিযোগ আসলে তাদের পায়ের তলায় রাজনীতিক মাটি নেই, সংগঠন নেই। তাই তারা টিভির পর্দায় আর বসে ভাষণ দিচ্ছেন কেন। তারা ও রাস্তায় নেমে প্রমাণ করুন যে তৃণমূল ভুয়া ভোটার ঢুকিয়ে দিচ্ছি। আমরা তো প্রমাণ দেখিয়ে তার পরেই অভিযোগ করছি। যে কি ভাবে গুজরাটের ভোটার হরিয়ানার ভোটার দের ঢুকিয়ে দিয়েছেন।'
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই তালিকা দেখিয়ে প্রমাণ করে দিয়েছেন বলে জানালেন মেয়র ফিরহাদ হাকিম। এদিন ১০৮ নম্বর ওয়ার্ডে ভোটার দের স্বাভাবিক বৃদ্ধি নিয়ে বিরোধী দের অভিযোগের সাফাই পেশ করলেন মেয়র। তার দাবি যে ১০৮ নম্বর ওয়ার্ডে প্রচুর ফাঁকা জায়গায় ছিল। যেখনে মানুষের বসবাস বেড়েছে। কলকাতায় মানুষের আয় ও বৃদ্ধি পাচ্ছে। ফলে তারা তখন ঘরবাড়ি তৈরি করে এই সমস্ত অঞ্চলে বসবাস শুরু করেছেন। মানুষের হাতে টাকা এসেছে আবার অনেক রেল লাইনে থাকা মানুষ তারা ও এই সমস্ত অঞ্চলে বসবাস করতে শুরু করেছেন। স্বাভাবিক ভাবে মানুষের জনসংখ্যা বাড়ছে আর ভোটার ও বাড়ছে বলে দাবি করলেন মেয়র ফিরহাদ হাকিম। এ
দিন নিজের ওয়ার্ড ৮২ নম্বর ওয়ার্ডের ভোটার তালিকা যাচ্ছাই করার কাজ শুরু করে দিলেন মেয়র। তার পরে বিধান সভা ভিত্তিক সঠিক ও স্বচ্ছ ভোটার তালিকা ১৫ দিনের মধ্যে দলের কাছে রিপোর্ট আকারে জমা পড়বে। তার পরে যদি দল মনে করে যে তালিকায় সংশোধন বা বিয়োজন করার প্রয়োজন। তাহলে পরবর্তী পদক্ষেপ দলেই নেবে বলে জানালেন মেয়র ফিরহাদ হাকিম। তার দাবি তিনি সর্বপরী দলের একজন বুথ কর্মী তার পরে অন্য কিছু। তাই প্রথম নিজের ওয়ার্ড থেকে ভুয়া ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু করলেন বলে জানালেন মেয়র ফিরহাদ হাকিম।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।