BJP Bengal News: অভিষেকের ভবিষ্যৎদ্বাণী নস্যাৎই লক্ষ্য, বড় কথা বলে দিলেন শুভেন্দু

কলকাতা হাইকোর্টে আরও একবার বড় জয় পেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বিজেপিকে সভা করার অনুমতি দিলো আদালত। শুক্রবার শুভেন্দুর করা মামলায় এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এ

 

কলকাতা: কলকাতা হাইকোর্টে আরও একবার বড় জয় পেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বিজেপিকে সভা করার অনুমতি দিলো আদালত। শুক্রবার শুভেন্দুর করা মামলায় এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।

জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুরের (East Medinipur) হলদিয়ায় শনিবার শুভেন্দুর সভা করার কথা রয়েছে। সভা করার জন্য বিজেপির তরফে পুলিশের কাছে অনুমতির আবেদন করা হলে, শুভেন্দুদের সভা করার অনুমতি দেয়নি পুলিশ। অবশেষে শুক্রবার কলকাতা হাইকোর্টের তরফে শুভেন্দুর সভায় অনুমতি দেওয়া হল। জানা গিয়েছে ২২ মার্চ হলদিয়ায় রাজনৈতিক সভা করতে পারবেন Suvendu Adhikari। এমনটাই নির্দেশ কলকাতা হাইকোর্টের।

Latest Videos

সূত্রের খবর, বিজেপি (Bengal BJP News) ছেড়ে সদ্য তৃণমূলে যোগ দিয়েছেন হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল। আর তারপর থেকেই হলদিয়া শহরজুড়ে একের পর এক রাজনৈতিক কর্মসূচি চালিয়ে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, ২৬-এর নির্বাচনে তৃণমূল থেকে দাঁড়ালেও ভোটে জিততে পারবেন না তাপসী। এমনটা দাবি করে চ্যালেঞ্জ ছুঁড়েছে শুভেন্দু। এদিকে তাপসী মণ্ডলের দল ছাড়ার কয়েক দিনের মধ্যেই তার বিধানসভা এলাকায় গিয়ে সভা করে এসেছেন শুভেন্দু অধিকারী। ২২ মার্চ তিনি ফের হলদিয়ায় সভা করবেন বলে আগে থেকে জানিয়ে দিয়ে এসেছিলেন। কিন্তু তারপরেও শুভেন্দুকে হলদিয়ায় (Haldia News) সভা করার অনুমতি দিচ্ছিল না পুলিশ।

এরপরই আদালতে দ্বারস্থ হন রাজ্যের বিরোধী দলনেতা। শুভেন্দুকে শর্তসাপেক্ষ মিছিল-সভা করার অনুমতি দিয়েছে আদালত। হাইকোর্টের তরফে নির্দেশ, ২২ মার্চ Suvendu Adhikari Rally করতে পারবেন হলদিয়ায়। মিছিল শুরু হবে ক্ষুদিরাম স্কোয়ার থেকে এবং শেষ হবে নিউ দুর্গাচক মার্কেটে গিয়ে। মিছিল শেষে সভা করার অনুমতিও দেওয়া হয়েছে বিজেপিকে (BJP)। তবে সবকিছুই বিকেল সাড়ে ৪টের মধ্যে শেষ করে ফেলতে হবে বলে জানিয়েছে আদালত।

উল্লেখ্য, চলতি সপ্তাহেই তমলুকে (Tamluk) সভা করে গিয়েছেন শুভেন্দু অধিকারী। সেই সভার রেশ কাটতে না কাটতে ফের নিজের জেলায় আরও একটি সভার ডাক নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। তবে বিজেপি সূত্রে দাবি, তাপসীকে ভোটে হারানোর চ্যালেঞ্জ নয় বরং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বেঁধে দেওয়া লক্ষ্যমাত্রা ভুল প্রমাণ করাই এখন শুভেন্দু অধিকারীর প্রধান উদ্দেশ্য। এখন দেখার ২২ মার্চের সভা থেকে ফের কোন বার্তা দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

‘পিতৃপরিচয় ঠিক থাকলে ঠুসে দেখাক!’ Mamata Banerjee-র Humayun Kabir-কে ধুয়ে দিলেন Suvendu Adhikari
'৩১ মার্চের মধ্যে কেন্দ্রের টাকা প্রাপকদের না দিলে...' চরম হুঁশিয়ারি শুভেন্দুর | Suvendu Adhikari
'দিলীপ দা যা বলেছে ঠিক বলেছে', Dilip Ghosh এর পাশে দাঁড়িয়ে বিরোধীদের হুঙ্কার Suvendu Adhikari-র
'হিন্দুরা থাকে তাই করবে না, রোহিঙ্গারা থাকলে করত' বুঝিয়ে দিলেন শুভেন্দু | Suvendu Adhikari Latest
আকাশে উড়ছে ড্রোন, উগ্রপন্থীদের খোঁজে চিরুনি তল্লাশি, আতঙ্ক এলাকায় | Search Operation | Hiranagar