IPL-এর টিকিট কিনতে গিয়ে সর্বস্বান্ত ব্যক্তি, বাজেয়াপ্ত কয়েক হাজার টাকার টিকিট, নগদ অর্থ

Published : Mar 22, 2025, 01:16 PM ISTUpdated : Mar 22, 2025, 01:17 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

শনিতে ইডেনে আইপিএল ম্যাচ (IPL 2025) কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ রয়েছে। মেগা ম্যাচ দেখতে ইডেনে টিকিটের হাহাকার। অন্যদিকে সেই সুযোগকে কাজে লাগিয়ে রমরমিয়ে চলছে শহরে টিকিটের কালোবাজারি (IPL Ticket Black Market)। সস্তা

কলকাতা: শনিতে ইডেনে আইপিএল ম্যাচ (IPL 2025) কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ রয়েছে। মেগা ম্যাচ দেখতে ইডেনে টিকিটের হাহাকার। অন্যদিকে সেই সুযোগকে কাজে লাগিয়ে রমরমিয়ে চলছে শহরে টিকিটের কালোবাজারি (IPL Ticket Black Market)। সস্তায় আইপিএল ম্যাচের টিকিট কিনতে গিয়ে প্রতারণার শিকার গিরীশ পার্কের এক ব্যক্তি।

পুলিশ সূত্রে খবর, প্রতারিত ওই ব্যক্তির নাম ধীরাজ মালি। তিনি উত্তর কলকাতার গিরিশ পার্কের (Kolkata News) বাসিন্দা। জানা গিয়েছে, আশীষ শর্মা নামের এক ব্যক্তির প্রোফাইলে IPL-এর টিকিট বিক্রির বিজ্ঞাপনের ছবি দেখে তার সঙ্গে যোগাযোগ করেন। ধীরাজকে বলা হয়, গিরিশ পার্ক এলাকায় গিয়ে যোগাযোগ করতে। সেখানে গিয়ে তাঁর সঙ্গে দেখা হয় পীযূষ মহেন্দ্র নামে আর এক ব্যক্তির।

আরও জানা গিয়েছে, আইপিএল ম্যাচ দেখার জন্য ওই ব্যক্তিকে নগদ ২০ হাজার টাকা দেন ধীরাজ। তার পরিবর্তে ধীরাজকে একটি খাম দেন পীযূষ মহেন্দ্র নামের ওই ব্যক্তি। বাড়ি এসে ধীরাজ খাম খুলতেই চক্ষু চড়ক গাছ। দেখেন খামের ভিতরে রয়েছে মাত্র ২ হাজার টাকার একটি টিকিট এবং বিনামূল্যের কমপ্লিমেন্টারি টিকিট।

টিকিট কেনার নামে তিনি যে প্রতারিত হয়েছেন বিষয়টি বুঝতে পেরে সঙ্গে সঙ্গে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই ব্যক্তি (Crime News)। পশ্চিমবঙ্গ ব্ল্যাক মার্কেটিং অ্যাক্ট ১৯৪৮-এর অধীনে মামলা রুজু করেছে পুলিশ। তদন্তে এফআইআরে নাম থাকা অভিযুক্ত পীযূষ মহেন্দ্র এবং তার সহযোগী কামাল হোসেনকে কলকাতার মিত্র লেন থেকে গ্রেফতার করে পুলিশ।

জানা গিয়েছে, অভিযুক্তদের থেকে মোট ১৭টি সাধারণ টিকিট, ৪টি ভিআইপি টিকিট, দুটি মোবাইল ফোন এবং নগদ ২০,৬০০ টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ। এছাড়াও নিউ মার্কেট থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে শাহবাজ খান নামের এক যুবককে। ধৃতের বিরুদ্ধেও রয়েছে IPL-এর টিকিট কালোবাজারির অভিযোগ। তার কাছে মিলেছে মোট ছয়টি আইপিএলের টিকিট। এছাড়াও তাদের এই চক্রের সঙ্গে আর কারা কারা জড়িত তা খতিয়ে দেখতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ (Kolkata Police)।

PREV
click me!

Recommended Stories

'ভারতকে হিন্দু রাষ্ট্র বানাবোই, এটা বাবরের দেশ নয়', কলকাতায় এসে হুঙ্কার ধীরেন্দ্র শাস্ত্রী
Gita Path : 'মুখ্যমন্ত্রী না এসে প্রমাণ করলেন প্রকৃত হিন্দু নন' তোপ শুভেন্দু অধিকারীর