প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে আদালতে পেশ চূড়ান্ত চার্জশিট, তালিকায় কাদের নাম? জানুন এক ক্লিকে

Published : Oct 03, 2025, 06:32 PM IST

WB TET Recruitment Scam: প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে পেশ চূড়ান্ত চার্জশিট। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন….

PREV
15
প্রাথমিকে নিয়োগ দুর্নীতি

প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগে রাজ্যজুড়ে দুর্নীতিতে এবার আদালতে চার্জশিট জমা দিলো সিবিআই। শুক্রবার আলিপুর ব্যাঙ্কশাল কোর্টে ৭০ পাতার সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেয় সিবিআই। সেখানে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে উঠে এসেছে একাধিক হাইপ্রোফাইল ব্যক্তির নাম। 

25
চার্জশিটে মানিক ভট্টাচার্যের নাম

শুক্রবার আলিপুর আদালতে সিবিআইয়ের পেশ করা চার্জশিটে নাম ছিল প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের নাম। এছাডা়ও ছিল বীরভূমের তৃণমূল নেতা বিভাষ অধিকারীর নাম। এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সেক্রেটারি রত্না চক্রবর্তী বাগচির বিরুদ্ধেও চার্জশিট জমা দেওয়া হয়েছে। 

35
নিয়োগ দুর্নীতি ফের সক্রিয় সিবিআই

উৎসবের মরশুম মিটতেই ফের ময়দানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত আগেই সিবিআইকে দিয়েছিল কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই মামলায় এবার আদালতে চার্জশিট জমা দিলো সিবিআই। 

45
কী বলছে আদালত?

সূত্রের খবর, শুক্রবার একাদশীর দিন সিবিআই আধিকারিকরা ব্যাঙ্কশাল আদালতে চূড়ান্ত চার্জশিট জমা দেন। চূড়ান্ত চার্জশিটে মানিক ভট্টাচার্য, বিভাস অধিকারীর বিরুদ্ধে নাম রয়েছে বলে খবর।

55
পার্থর পর আরও একাধিক জনের নাম

এদিকে নিয়োগ দুর্নীতি মামলায় প্রথমেই গ্রেফতার হন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তারপর তদন্তে একে একে উঠে আসে মানিক ভট্টাচার্য, কুন্তল চক্রবর্তী, সুজয়কৃষ্ণ ভদ্রের নাম। আর এবার সিবিআইয়ের পেশ করা চার্জশিটে উঠে এলো মানিক ভট্টাচার্য, বিভাষ অধিকারীর নাম। 

Read more Photos on
click me!

Recommended Stories