আবারও আগুন শহর কলকাতায় শুক্রবার, দুপুরে কসবার অ্যাক্রোপলিস মলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আবারও আগুন শহর কলকাতায় শুক্রবার, দুপুরে কসবার অ্যাক্রোপলিস মলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ইতিমধ্যেই দমকলের ১৫টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে গেছে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, মলের চার তলায় অর্থাৎ যেখান ফুড কোর্ট রয়েছে, সেখানেই প্রথম আগুন লাগে। সঙ্গে সঙ্গে সকলকে শপিং মলের ওই অংশ থেকে বের করে নিয়ে যাওয়া হয়।
কয়েক মিনিটের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় ওই এলাকা। রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে সেই সময় শপিং মলের মধ্যে উপস্থিত থাকা প্রত্যেকের মধ্যে। জানা যাচ্ছে, কালো ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন অনেকেই। এমনকি, অসুস্থদের মধ্যে অনেককে পাঁজাকোলা করে সিঁড়ি দিয়ে নামিয়ে আনা হয়।
আতঙ্কে অনেকেই সিঁড়ি দিয়ে নীচে নামতে শুরু করেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শপিং মলের মোট তিনটি তলা জুড়ে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। ফলে, শ্বাসকষ্ট শুরু হয় অনেকেরই। আপাতত শপিং মলের কর্মীরা পাশের গীতাঞ্জলি স্টেডিয়ামে আশ্রয় নিয়েছেন।
অ্যাক্রোপলিস মলের চার তলায় রয়েছে ফুড কোর্ট। আর তার লাগোয়া সিনেমাহল। দমকলের তরফ থেকে জানানো হয়েছে যে, কালো ধোঁয়ার কারণে আগুন নেভানোর কাজ ব্যাহত হচ্ছে। অক্সিজেন মাস্ক পরে কাজ করছেন দমকলকর্মীরা। বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। আপাতত কাচ ভেঙে ধোঁয়া বার করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
পুলিশ এবং দমকলের তরফ থেকে জানানো হয়েছে, আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসে গেছে। ভিতরে আর কেউ আটকে নেই। আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যান রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। তিনি জানান, ঠিক কী কারণে আগুন লেগেছে, তা তদন্ত করে নিশ্চয়ই দেখা হবে। সেইসঙ্গে, ফরেন্সিক দলকেও কাজে লাগানো হবে বলে জানিয়েছেন তিনি।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।