BJP: তাপস রায় না রুদ্রনীল ঘোষ, মানিকতলা উপনির্বাচনে বিজেপি প্রার্থী কে?

Published : Jun 14, 2024, 10:19 AM ISTUpdated : Jun 14, 2024, 10:44 AM IST
Tapas Roy

সংক্ষিপ্ত

সদ্য লোকসভা নির্বাচন মিটেছে। এরই মধ্যে রাজ্যে ফের নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে। একাধিক বিধানসভা আসন খালি থাকায় উপনির্বাচন হতে চলেছে।

মানিকতলা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের জন্য ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। প্রয়াত প্রাক্তন মন্ত্রী সাধন পাণ্ডের স্ত্রীকে এই কেন্দ্রে প্রার্থী করা হয়েছে। কিন্তু বিজেপি-র পক্ষ থেকে এখনও প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। লোকসভা নির্বাচনে খারাপ ফল হওয়ায় এখন রাজ্য বিজেপি-তে তোলপাড় চলছে। নেতৃত্বে বদল আসতে পারে বলে শোনা যাচ্ছে। এই পরিস্থিতিতে উপনির্বাচনে ভালো ফল হবে না বলেই মনে করছেন বিজেপি নেতা-কর্মীরা। তবে দল যখন উপনির্বাচনে লড়াই করবে, তখন কয়েকদিনের মধ্যেই প্রার্থীর নাম ঘোষণা করা হতে পারে বলে শোনা যাচ্ছে।

মানিকতলায় বিজেপি প্রার্থী নিয়ে জল্পনা

এবারের লোকসভা নির্বাচনে উত্তর কলকাতায় বিজেপি প্রার্থী হন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তাপস রায়। তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপি-তে যোগ দেন। লোকসভা নির্বাচনে জয় পেয়ে সাংসদ হওয়ার আশায় ছিলেন তাপস। কিন্তু হেরে যাওয়ায় তিনি এখন কোনও পদেই নেই। এই বর্ষীয়ান রাজনীতিবিদকে মানিকতলায় প্রার্থী করা হতে পারে বলে বিজেপি-র অন্দরে আলোচনা চলছে। অন্যদিকে, লোকসভা নির্বাচনে প্রার্থী না করা অভিনেতা রুদ্রনীল ঘোষকে এবার মানিকতলা উপনির্বাচনে প্রার্থী করা হতে পারে বলেও শোনা যাচ্ছে। তাপস ও রুদ্রনীল ছাড়া অন্য কারও নাম নিয়ে আলোচনা চলছে না। এই দুই সম্ভাব্য প্রার্থীর মধ্যে কারও নাম ঘোষণা করা হতে পারে।

ফের প্রার্থী হওয়ার দৌড়ে এগিয়ে তাপস

দীর্ঘদিন ধরে উত্তর কলকাতার রাজনীতির সঙ্গে জড়িত তাপস। এবারের লোকসভা নির্বাচনে হেরে গেলেও, জোড়াসাঁকো ও শ্যামপুকুর কেন্দ্রে এগিয়েছিলেন তিনি। মানিকতলায় তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের চেয়ে সামান্য পিছিয়ে ছিলেন তাপস। ফলে তিনি এবার উপনির্বাচনে জয় পেতে পারেন বলে আশা করছে বিজেপি-র একাংশ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

রাজ্যে ফের ভোট! চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কোথায় কত কেন্দ্রীয় বাহিনী? জানাল কমিশন

post poll violence: হিংসায় আক্রান্তদের নিয়ে রাজভবনে ঢুকতে বাধা শুভেন্দুদের, ভিডিওতে দেখুন গোটা ঘটনা

PREV
click me!

Recommended Stories

News Round UP: ফুটবল আইকনকে অপব্যবহারের অভিযোগ থেকে দিল্লিতেও মেসি ম্যাজিক, সারাদিনের খবর এক ক্লিকে
মেসি কাণ্ড: দুই তৃণমূল মন্ত্রীর গ্রেপ্তারের দাবি বিজেপির, কার নামে বোমা ফাটালেন শুভেন্দু?