ভয়াবহ অগ্নিকান্ড গড়িয়াহাটে, দমকলকর্মীদের বহু চেষ্টায় বহুতলের আগুন কিছুটা নিয়ন্ত্রণে

Published : Jun 28, 2023, 05:33 PM ISTUpdated : Jun 28, 2023, 05:51 PM IST
KOLKATA FIRE

সংক্ষিপ্ত

গড়িয়াহাটে ম্যান্ডেভিলা গার্ডেন একটি গয়নার দোকানের পাশে বহুতলে আগুন লাগে। ধোঁয়া বার হতে দেখে চাঞ্চল্য ছড়ায়। খবর পৌঁছয় দমকল বাহিনীর কাছে।

গড়িয়াহাটের এক বহুতলে আগুন লাগার ঘটনায় আতঙ্ক। তবে এখনও হতাহতের কোনও খবর মেলেনি। যদিও চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে। দমকলবাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে।

গড়িয়াহাটে ম্যান্ডেভিলা গার্ডেনে একটি গয়নার দোকানের পাশে বহুতলে আগুন লাগে। বেলা সাড়ে তিনটে নাগাদ আচমকা কালো ধোঁয়া বার হতে দেখে চাঞ্চল্য ছড়ায়। খবর পৌঁছয় দমকল বাহিনীর কাছে। এর পর দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। শুরু হয় আগুন নেভানোর কাজ। তবে চারিদিকে কালো ধোঁয়া থাকায় কাজ করতে বেশ অসুবিধার মুখে পড়তে হয় দমকলকর্মীদের। বেশ কয়েকজনের শ্বাসকষ্টও শুরু হয়।

আগুন লাগার পর দ্রুত তা ছড়িয়ে পড়তে থাকায় বেশ আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। তবে শেষ পাওয়া খবর পর্যন্ত এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি। ঘটনাস্থলে ক্রমশ বাড়ছে দমকলের ইঞ্জিনের সংখ্যা। তা প্রয়োজনে আরও বাড়ানো হতে পারে বলে জানা গিয়েছে। প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছিল না। দমকল সূত্র থেকে পাওয়া খবরে অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। তবে কারণ নিয়ে কোনও নিশ্চয়তা দিতে পারেনি সংশ্লিষ্ট সংস্থা।

তাই কী ভাবে আগুন লাগল, তা এখনও সঠিকভাবে জানা যায়নি। কারণ অনুসন্ধান করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে গড়িয়াহাটের মতো ব্যস্ত এলাকায় আগুন লাগার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে গড়িয়াহাট থানার পুলিশ। দমকল কর্মীরা ও পুলিশ কর্মীরা গোটা এলাকা ঘিরে রেখেছেন।

PREV
click me!

Recommended Stories

বিধানসভায় প্রবেশ ইস্যুতে উত্তপ্ত শুভেন্দু বনাম রাজ্যের সঙ্ঘাত, মামলা গড়াল কলকাতা হাইকোর্টে
News Round Up: বঙ্গে জাঁকিয়ে ঠান্ডা থেকে সিরিজ থেকে ছিটকে গেলেন অজি পেশার, সারাদিনের খবর এক ক্লিকে