হেলে পড়া ফ্ল্যাটবাড়ি নিয়ে হরিয়ানার বিশেষজ্ঞ সংস্থার সঙ্গে বৈঠক ফিরহাদ হাকিমের, জমা পড়ল রিপোর্ট

Published : Jan 31, 2025, 06:12 PM IST
Politics has begun surrounding the dilapidated flats in Baghajatin

সংক্ষিপ্ত

এবার হেলে পড়া বাড়ি সোজা করার পদ্ধতি নিয়ে হরিয়ানারই অন্য একটি সংস্থার থেকে পরামর্শ নিলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। পুরসভা সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে বিল্ডিং বিভাগের ডিজিকে সেই সংক্রান্ত রিপোর্ট জমা দিয়েছে সংস্থাটি।

হেলে পড়া বাড়ি এবার সোজা করা হবে তবে কোন পথে, সমাধানের পথ খুঁজছে কলকাতা পুরসভা। সম্প্রতি কলকাতা শহরে একের পর এক হেলে পড়া বাড়ির সন্ধান মিলছে। অধিকাংশ বাড়িই পার্শ্ববর্তী বিল্ডিং ওপর বিপজ্জনকভাবে প্রায় ছুঁয়ে রয়েছে।হঠাৎ করে কোন অঘটন ঘটলে ক্ষতিগ্রস্থ হবে ২টি বিল্ডিংই।বাঘাযতীনে বাড়ি হেলে পড়ার ঘটনায় নিয়ে ইতিমধ্যেই তোলপাড় হয়েছে।এই ঘটনায় হরিয়ানার একটি সংস্থার বিরুদ্ধে কলকাতা পুরসভা অভিযোগ দায়ের করেছে ।সংস্থার ৩ কর্মী গ্রেফতার হয়েছিল। এবার হেলে পড়া বাড়ি সোজা করার পদ্ধতি নিয়ে হরিয়ানারই অন্য একটি সংস্থার থেকে পরামর্শ নিলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। পুরসভা সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে বিল্ডিং বিভাগের ডিজিকে সেই সংক্রান্ত রিপোর্ট জমা দিয়েছে সংস্থাটি।

হেলে পড়া বাড়িকে সোজা করা যাবে কী করে? তার জন্য হরিয়ানার একটি বেসরকারি সংস্থার কর্ণধারের সঙ্গে নিজের ঘরে বৈঠক করেছেন মেয়র। পুরসভা সূত্রে খবর, পরবর্তী সময়ে শহরে হেলা বাড়ি সোজা করতে কী কৌশল নেওয়া যেতে পারে সেজন্য প্রাথমিক ধারণা পেতেই এই বৈঠক।এ বিষয়ে ডিজি বিল্ডিং উজ্জ্বল সরকারকে রিপোর্ট দিয়ে গোটা পদ্ধতি জানাতে বলা হয়। জানা গিয়েছে, শুক্রবার জমা পড়েছে বেসরকারি ওই সংস্থার রিপোর্ট ।

পুরসভা সূত্রে খবর, রিপোর্টে উঠে এসেছে প্রাথমিকভাবে বিপর্যয়ের পরে উত্তোলনের কাজও নিয়ম না মেনেই করা হয়েছিল।জানা যায়,বাড়ি হেলে পড়ার কারণে সেখানে দু’টি ফ্ল্যাট বিক্রি হচ্ছিল না। তার কারণে প্রোমোটার দ্রুততার সঙ্গে সোজা করার চেষ্টা করেছিলেন । ফ্ল্যাটবাড়ি তোলার আগে মাটি পরীক্ষা করা জরুরি তবে এক্ষেত্রে তেমনটা হয়নি বলে অভিযোগ। একটি অপেশাদার সংস্থাকে এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল বলে অভিযোগ উঠছে প্রোমোটারের বিরুদ্ধে। কলকাতা শহরে একের পর পর জায়গা থেকে বাড়ি হেলে পড়ার ঘটনা সামনে আসতেই নড়েচড়ে বসেছে কলকাতা পুরসভা। এই অবস্থায় হেলে যাওয়া বাড়ি সোজা করা জন্য কী ব্যবস্থা জরুরি তা নিয়ে বিশেষজ্ঞদের পরামর্শ মেনে এগোতে চাইছে কলকাতা পুরসভা।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানেhttps://www.whatsapp.com/channel/0029Va9a73wK0IBjbT91jj2D

PREV
click me!

Recommended Stories

WB Weather Update: বঙ্গে শীতের ইনিংস শুরু, সপ্তাহ শেষে পারদ পতনের ইঙ্গিত? এবার কী শীতে কাঁপবে বঙ্গবাসী
'ভারতকে হিন্দু রাষ্ট্র বানাবোই, এটা বাবরের দেশ নয়', কলকাতায় এসে হুঙ্কার ধীরেন্দ্র শাস্ত্রী