'পুজো কেউ আটকাতে পারবে না', সরস্বতী পুজো নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে বিতণ্ডায় তৃণমূল ছাত্রপরিষদ

প্রেসিডেন্সির দীর্ঘ ইতিহাতে আজ পর্যন্ত সরস্বতী পুজো হয়নি। শিক্ষা প্রতিষ্ঠানে কোনওভাবেঅ ধর্মকে স্থান দিতে চায়নি কর্তৃপক্ষ। শিক্ষাঙ্গনকে বারবার ধর্মনিরপেক্ষই রাখতে চাওয়া হয়েছে।

Web Desk - ANB | Published : Jan 22, 2023 2:00 PM IST

সরস্বতী পুজোকে কেন্দ্র করে প্রেসিডেন্সিতে কর্তৃপক্ষ বনাম ছাত্রপরিষদ বিতণ্ডা। শিক্ষাক্ষেত্রে পুজো নিয়ে আপত্তি জানায় কর্তৃপক্ষ। অন্যদিকে তৃণমূল ছাত্রপরিষদের স্পষ্ট বার্তা।'পুজো কেউ আটকাতে পারবে না।' ছাত্রছাত্রীদের একাংশও এই পুজোর বিরোধীতা করছে বলে জানা যাচ্ছে তাঁদের বক্তব্য তৃণমূল বিশ্ববিদ্যালয় অযথা রাজনীতি করছে। ধর্মকে ধোকানোর চেষ্টা করছে। এই মোনোভাব কোনওভাবেই মেনে নেওয়া যায় না।

উল্লেখ্য প্রেসিডেন্সির দীর্ঘ ইতিহাতে আজ পর্যন্ত সরস্বতী পুজো হয়নি। শিক্ষা প্রতিষ্ঠানে কোনওভাবেঅ ধর্মকে স্থান দিতে চায়নি কর্তৃপক্ষ। শিক্ষাঙ্গনকে বারবার ধর্মনিরপেক্ষই রাখতে চাওয়া হয়েছে। কিন্তু এবছত প্রেসিডেন্সিতে দেখা গেল অন্য চিত্র। কর্তৃপক্ষের সিদ্ধান্তে প্রশ্ন তুলল তৃণমূল ছাত্র পরিষদ। তাঁদের বক্তব্য কর্তৃপক্ষ ধর্মনিরপেক্ষতার অর্থ বোঝে না। তা নাহলে পুজোয় বাধা দিতেন না। সম্প্রতি এই মর্মে ফেসবুকে একটি পোস্টও করা হয় ছাত্র পরিষদের পক্ষ থেকে। সেই পোস্টে লেখা হয়েছে,'সংবিধানে বলা আছে, ধর্মনিরপেক্ষতা একটি অত্যন্ত ইতিবাচক বিষয়। ধর্মনিরপেক্ষ তাকেই বলা হয়, যেখানে প্রত্যেক ধর্মের মানুষ নিজের মতো আচার-অনুষ্ঠান-উৎসব পালন করতে পারবেন। কোথাও বলা নেই কোনও মানুষ তাঁর নিজস্ব ধর্মীয় আচরণ পালন করতে পারবে না।'

আরও পড়ুন - 

নন্দীগ্রামে চলছে পরীক্ষাপে চর্চা কর্মসূচী, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আয়োজিত হল ছবি আঁকার প্রতিযোগিতা

রামপুরহাটের পর এবার মহম্মদবাজারে, ফের গ্রামবাসীর ক্ষোভের মুখে 'দিদির দূত' শতাব্দী রায়

ভাঙরে উত্তেজনার মাঝেই নতুন করে চাঞ্চল্য গাজিপুরে, তৃণমূল নেতা আরাবুল ইসলামের বাড়ির সামনে থেকে উদ্ধার হল ব্যাগ ভর্তি বোমা

Share this article
click me!