Job News Kolkata: এবার রাজ্যের এই সরকারি হাসপাতালে নিয়োগ? চাকরির বড় খবর

Published : Feb 14, 2025, 02:34 PM IST
job news

সংক্ষিপ্ত

রাজ্যের সরকারি হাসপাতালে এবার চাকরির বড় সুযোগ। 

এবার রাজ্যের সরকারি হাসপাতালে নিয়োগ। তবে স্বল্প সময়ের জন্য চুক্তি ভিত্তিতে চাকরির সুযোগ।

চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটের একটি গবেষণা প্রকল্পে কাজের জন্য কর্মীর প্রয়োজন রয়েছে। এই প্রসঙ্গেই হাসপাতালের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, ডেটা এন্ট্রি অপারেটর এবং প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদে চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদ রয়েছে মাত্র দুটি।

উল্লেখ্য, ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে যে কোনও বিষয়ে স্নাতকরা সংশ্লিষ্ট পদের জন্য আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীদের অবশ্যই কম্পিউটারে টাইপিংয়ের অভিজ্ঞতা থাকতে হবে। সেইসঙ্গে, তাদের প্রতি ঘণ্টায় ৮০০০ ‘কী ডিপ্রেশন’-এর দক্ষতাও থাকতে হবে।

প্রতি মাসের পারিশ্রমিক হিসেবে ১৭,০০০ টাকা বরাদ্দ করা হয়েছে। তবে বয়স হতে হবে পঁচিশের মধ্যে। প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদে অনূর্ধ্ব ৩৫ বছর বয়সী ব্যক্তিরা আবেদন করতে পারবেন। তাঁকে সোশিওলজি, অ্যানথ্রোপলজি, সোশ্যাল সায়েন্স, মেডিক্যাল সোশ্যাল ওয়ার্ক, মনোবিদ্যা কিংবা সমতুল্য কোনও বিষয়ে অবশ্যই স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন করতে হবে।

অন্যদিকে, আবেদনকারীদের ন্যূনতম তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন এক্ষেত্রে। নব-নিযুক্তদের প্রতি মাসে ৩১ হাজার টাকা করে বেতন ধার্য করা হয়েছে। জানা গেছে, মোট তিন মাসের চুক্তিতে উল্লিখিত পদে কাজ চলবে। আগ্রহীরা জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং কর্মজীবনের শংসাপত্র সহ আবেদনপত্র ইমেইলের মারফৎ জমা দিতে পারবেন।

এদিকে আবেদনের শেষ দিন হচ্ছে ১৫ ফেব্রুয়ারি। আবেদনপত্রের মূল্য ২০০ টাকা। লিখিত পরীক্ষা, স্কিল টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে ১৭ ফেব্রুয়ারি বাছাই করা প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেওয়া হবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

প্রতিদিন বাদ যাচ্ছে ১ লক্ষেরও বেশি ভোটারের নাম! SIR-এ কত ভোটার বাদ যাবে জানেন?
স্বামী প্রান্তিককে সঙ্গে নিয়ে 'ফুল' বদল রাজন্যার! ভোটের আগে কোথায় যাচ্ছেন তৃণমূলের বহিস্কৃত নেত্রী?