১ এপ্রিল থেকেই...! দুর্দান্ত খবর আসতে চলেছে রাজ্য সরকারি কর্মীদের জন্য? কী ইঙ্গিত দিলেন মমতা

Published : Feb 06, 2025, 03:32 PM IST

সপ্তম বেতন পে কমিশনের আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৫৩ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। কিন্তু বাংলার সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন পে কমিশনের আওতায় মাত্র ১৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। এই পরিস্থিতিতে মিলল নতুন খবর!

PREV
110

দিন কয়েক আগেই অষ্টম বেতন কমিশন ঘোষণা করেছে কেন্দ্র।

210

অন্যদিকে, কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৫৩ শতাংশ হারে ডিএ পাচ্ছেন সপ্তন বেতন কমিশনের আওতায়।

310

কিন্তু বাংলার সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন পে কমিশনের আওতায় মাত্র ১৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন।

410

ফলে স্বাভাবিকভাবেই রাজ্য সরকারি কর্মীদের ক্ষোভের মাত্রা দিন দিন বেড়েই চলেছে।

510

এদিকে সুপ্রিম কোর্টে বারবার মামলা উঠলেও শুনানি হচ্ছে না। যে কারণে মন ভাঙছে একের পর এক সাধারণ কর্মীর।

610

কিন্তু হিসেব বলছে অন্য কথা। আগামী পয়লা এপ্রিল থেকে বদলে যেতে পারে সব হিসেব।

710

নয়া আয়কর কাঠামোর হিসাব অনুযায়ী, ৬০,০০০ টাকা বেসিক স্যালারি প্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারী গত বছর জানুয়ারি থেকেই বার্ষিক ১২ লাখ টাকা আয়ের গণ্ডি পেরিয়ে গিয়েছেন।

810

কিন্তু এ রাজ্যের সরকারি কর্মচারীরা সেই গণ্ডি থেকে অনেকটা দূরে।

910

এখন যে আয়কর কাঠামো রয়েছে, তার আওতায় ১,২৮,০০০ টাকা উপরে কর দিতে হচ্ছে।

1010

নয়া ব্যবস্থা অনুযায়ী আগামী ১ এপ্রিল থেকে রাজ্য সরকারি কর্মীরা আর করের আওতায় থাকবেন না।

click me!

Recommended Stories