বাঁচতে মরিয়া সন্দীপ ঘোষ, আরজি আর্থিক দুর্নীতি মামলায় হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চকে চ্যালেঞ্জ

Published : Feb 06, 2025, 12:14 PM IST

আরজি কর আর্থিক দুর্নীতি মামলা থেকে বাঁচতে মরিয়া চেষ্টা তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের। আবেদনের পর আবেদন করেই চলেছেন। 

PREV
110
মরিয়া চেষ্টা সন্দীপ ঘোষের

আরজি কর আর্থিক দুর্নীতি মামলা থেকে বাঁচতে মরিয়া চেষ্টা তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের। আবেদনের পর আবেদন করেই চলেছেন।

210
সন্দীপের চ্যালেঞ্জ

আরজি কর আর্থিক দুর্নীতি মামলায় সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে এবার সন্দীপ দ্বারস্থ হয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে।

310
ডিভিশন বেঞ্চে শুনানি

বৃহস্পতিবারই হবে এই মামলার শুনানি। ১২টা নাগাদ হতে পারে শুনানি।

আরও পড়ুনঃ

শিকল পরিয়ে ডোনাল্ড ট্রাম্প 'অবৈধ' ১০৪ ভারতীয়কে দেশে পাঠানেল, তাঁরা বললেন ভয়ঙ্কর অভিজ্ঞতা

410
ডিভিশন বেঞ্চ

বিচারপতি জয়মাল্য বাগচী আর বিচারপতি শুভেন্দু সামনের ডিভিশন বেঞ্চে এই মামলা উঠছে।

আরও পড়ুনঃ

বছরের প্রথম থেকেই আবহাওয়ার ভোলবদল, গরমের রেকর্ডে ২০২৪ কে পিছনে ফেলল ২০২৫-এর জানুয়ারি

510
সিঙ্গেল বেঞ্চের নির্দেশ

বুধবার এই সংক্রান্ত মামলা উঠেছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মামলার গ্রহণযোগ্যতা নিয়েই প্রশ্ন তুলেছিলেন। তারপরই ডিভিশন বেঞ্চের দ্বারস্থ সন্দীপ।

610
চার্জ গঠনের নির্দেশ

আরজি করে আর্থিক দুর্নীতি মামলায় গত ২৮ জানুয়ারি চার্জ গঠনের নির্দেশ দিয়েছিল হাই কোর্ট। ৩১ জানুয়ারি পর্যন্ত সময় চাওয়া হয়েছিল। আদালত জানিয়েছিল, সাত দিনের মধ্যে এই মামলার চার্জ গঠন করতে হবে তদন্তকারী সংস্থা সিবিআইকে।

710
গতি কমাতে উদ্যোগী সন্দীপ

সন্দীপ ও তার সাগরেদরা আরজি কর আর্থিক কেলেঙ্কারি মামলায় চার্জ গঠনের গতি কমানোর জন্য আবেদন করেছিলেন। তাদের যুক্তি ছিল হাইকোর্ট সাত দিনের মধ্যে চার্জ গঠন করে বিচারপ্রক্রিয়া শুরুর যে নির্দেশ দিয়েছিল, তা পুনর্বিবেচনা করা দরকার।

810
সন্দীপের ব্যাখ্যা

কারণ হিসেবে সন্দীপের আইনজীবী জানিয়েছিলেন,আর্থিক দুর্নীতি মামলায় প্রায় ১৫ হাজার পাতার চার্জশিট দিয়েছে সিবিআই। সাত দিনের মধ্যে চার্জ গঠন হলে পুরো চার্জশিট পড়ার সুযোগ থাকবে না। এত কম সময়ের মধ্যে অভিযুক্তেরা নিজেদের বক্তব্য সঠিক ভাবে আদালতে জানাতেও পারবেন না। তাই বিচারপ্রক্রিয়ার গতি কমানো হোক।

910
আদালতের নির্দেশ

আর্জি খারিজ করে বিচারপতি ঘোষ তাঁদের নিম্ন আদালতে বক্তব্য জানাতে বলেছিলেন। প্রসঙ্গত, আরজি করের আর্থিক দুর্নীতির মামলায় গত ২৯ নভেম্বর আলিপুর আদালতে চার্জশিট জমা করে সিবিআই।

1010
আরজি কর আর্থিক দুর্নীতিতে অভিক্তরা

চার্জশিটে সন্দীপ ছাড়াও নাম রয়েছে গ্রেফতার হওয়া আরও চার অভিযুক্তের— আফসর আলি, বিপ্লব সিংহ, সুমন হাজরা এবং আশিস পাণ্ডে।

click me!

Recommended Stories