পুরুষদের কি এবার আলাদা ভাতা দেবে রাজ্য? ১২ তারিখের বাজেটেই ঘোষণা করতে পারেন মমতা, কত ঢুকবে অ্যাকাউন্টে?

Published : Feb 06, 2025, 12:39 PM IST

লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কেবলমাত্র মেয়েদের টাকা দেওয়া নিয়ে ছেলেদের মধ্যে অভিযোগের শেষ নেই। বারবার দাবি উঠছে, ছেলেদেরও এমন টাকা দেওয়া হোক। এবার ছেলেদের অভিযোগের দিন শেষ। বাড়ির পুরুষরাও এবার টাকা পেতে পারেন।

PREV
19

মাসের শুরুতেই এখন পশ্চিমবঙ্গের মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে ১০০০ টাকা অথবা ১২০০ টাকা করে ঢুকে যাচ্ছে।

29

এই টাকা ঢুকছে যে সকল মহিলাদের নাম লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে রয়েছে।

39

লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কেবলমাত্র মেয়েদের টাকা দেওয়া নিয়ে ছেলেদের মধ্যে অভিযোগের শেষ নেই।

49

বারবার দাবি উঠছে, ছেলেদেরও এমন টাকা দেওয়া হোক। এবার ছেলেদের অভিযোগের দিন শেষ।

59

বাড়ির পুরুষরাও এবার থেকে প্রতি মাসে টাকা পাবেন বলে ঘোষণা হতে পারে এবারের বাজেটে।

69

মমতা বন্দ্যোপাধ্যায় এই বিরাট ঘোষণা করতে পারেন।

79

১২ই ফেব্রুয়ারি রাজ্য বাজেট। সেখানেই কি এই ঘোষণা করবে পশ্চিমবঙ্গ সরকার।

89

বেকার যুবকরা যাতে বেকার না থেকে কর্মসংস্থানের সুযোগ পান তার জন্য প্রকল্প বা ভাতা ঘোষণা করা হতে পারে।

99

২০২৬ সালে বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে এই ধরণের ঘোষণা করতে পারে রাজ্য সরকার।

click me!

Recommended Stories