জন্মদিনের পার্টিতে ডেকে তরুণীকে লাগাতার ধর্ষণের অভিযোগ, কাঠগড়ায় প্রাক্তন প্রেমিক সহ ২

Published : Sep 07, 2025, 01:22 PM IST
rape survivor

সংক্ষিপ্ত

Crime News: খাস কলকাতা জন্মদিনের পার্টিতে তরুণীকে গণধর্ষণের অভিযোগ। প্রাক্তন প্রেমিক সহ তার বন্ধুদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…  

Crime News: হরিদেবপুরে তরুণীকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ। দুই অভিযুক্তের খোঁজে তল্লাশি পুলিশের। জানা গিয়েছে, হরিদেবপুর থানা এলাকায় এক তরুণীকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০ বছর বয়সী অভিযোগকারিণীর লিখিত অভিযোগের ভিত্তিতে একটি মামলা রুজু হয়েছে। গোটা বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে যে, অভিযোগ গত ৫ সেপ্টেম্বর শুক্রবার রাত প্রায় ১০টা ৪৫ মিনিট নাগাদ অভিযুক্ত চন্দন মালিক ওই তরুণীকে মালঞ্চার কাছে আর এক অভিযুক্ত দীপ ওরফে দেবাংশু বিশ্বাসের বাড়িতে নিয়ে যায়। সেখানেই ছিল জন্মদিনের পার্টি । সেখানে অভিযুক্ত প্রাক্তন প্রেমিক চন্দন মল্লিক ও তার বন্ধু অভিযোগকারিণীকে ধর্ষণ করার পাশাপাশি শারীরিকভাবে নির্যাতন চালায়। পরের দিন অর্থাৎ ৬ সেপ্টেম্বর সকাল প্রায় ১০টা ৩০ মিনিটে অভিযুক্তের বাড়ি থেকে কোনও রকমে পালিয়ে আসতে সক্ষম হয় তরুণী ।

এদিকে ঘটনার পর হরিদেবপুর থানায় অভিযোগ জানালে ভারতীয় ন্যায়বিধির ধারা ৮৭/৭০(১)/৬৪(২)(এম)/৭৮/১১৫(২)/১১৭(২)/১২৭(২) অনুযায়ী অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, গোটা ঘটনার তদন্ত চলছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি জারি রয়েছে।

অন্যদিকে, টিকিট দেখতে চাওয়ায় মহিলা টিকিট পরীক্ষকের মুখে গরম ঘুগনি ছুড়ে মারলেন মহিলা রেল যাত্রী। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল শিয়ালদহ দক্ষিণ শাখার (Sealdah South Section) বারুইপুর স্টেশনে (Baruipur Junction Railway Station)। এর জেরে রীতিমতো আতঙ্কে আক্রান্ত মহিলা টিকিট পরীক্ষক।

 শনিবার সকালে অন্যান্য দিনের মতোই শিয়ালদহ দক্ষিণ শাখার বারুইপুর জংশনে দু'নম্বর প্লাটফর্মে দাঁড়িয়েছিল আপ বারুইপুর লোকাল। সেই লোকাল ট্রেনে লেডিজ কম্পার্টমেন্টে টিকিট চেক করতে যান মহিলা টিকিট পরীক্ষক পূজা কুমারী। অভিযুক্ত মহিলা রেল যাত্রী ও তাঁর এক সঙ্গী সেই সময় লেডিজ কম্পার্টমেন্টে বসে গরম ঘুগনি খাচ্ছিলেন। পাশ থেকে কিছু মহিলা রেলযাত্রী অভিযোগ করেন যে তাঁরা সুভাষগ্রাম স্টেশন থেকেই সিট দখল করে বসে আসছেন। টিকিট পরীক্ষক ওই মহিলার টিকিট দেখতে চাইলে আচমকাই গরম ঘুগনি ছুড়ে মারেন অভিযুক্ত মহিলা। 

মুখে গরম ঘুগনি এসে পড়ায় হতচকিত হয়ে পড়েন মহিলা টিকিট পরীক্ষক। একদিকে গরম ও অন্যদিকে চোখে-মুখে ঘুগনি পড়ায় রীতিমতো ভয়ে ও কষ্টে আর্তনাদ করে ওঠেন তিনি। তাঁর চোখ-মুখ জ্বালা হতে থাকে। এই অবস্থাতেই কোনওভাবে চোখ-মুখ মুছে তিনি অভিযুক্ত মহিলা যাত্রীকে সঙ্গে নিয়ে ট্রেন থেকে প্লাটফর্মে নামেন। 

এরপরেই আরপিএফ জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছে যান। অভিযুক্ত মহিলা যাত্রীর নাম সাইদা বিবি। তাঁর বাড়ি সুভাষগ্রাম। তাঁর কাছে সুভাষগ্রাম থেকে শিয়ালদা যাওয়ার বৈধ টিকিট থাকলেও, বারুইপুরে আসার কোনও বৈধ টিকিট ছিল না। তাঁকে বারুইপুর আরপিএফ-এর পক্ষ থেকে অভিযুক্ত মহিলা রেলযাত্রী সাইদা বিবিকে বারুইপুর জিআরপি-র হাতে তুলে দেওয়া হয়েছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

বিধানসভায় প্রবেশ ইস্যুতে উত্তপ্ত শুভেন্দু বনাম রাজ্যের সঙ্ঘাত, মামলা গড়াল কলকাতা হাইকোর্টে
News Round Up: বঙ্গে জাঁকিয়ে ঠান্ডা থেকে সিরিজ থেকে ছিটকে গেলেন অজি পেশার, সারাদিনের খবর এক ক্লিকে