News Round-up: এসএসসি পরীক্ষা থেকে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, সারাদিনের খবর এক ক্লিকে

Published : Sep 06, 2025, 08:04 PM IST
Round Up

সংক্ষিপ্ত

News Round-up: সারাদিনের সেরা খবর, সারাদিনের বাছাই করা খবর, যা না পড়লেই নয়। আজকের সেরা পাঁচটি খবরে নজর বুলিয়ে নিন এক মিনিটে। একটা ক্লিকেই সারা দুনিয়ার সেরা খবর পেয়ে যান এশিয়ানেট বাংলার নিউজ রাউন্ড আপে।

১. রবিবার আট বছরেরও বেশি সময় পরে হতে চলেছে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিযোগের পরীক্ষা। নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষা হতে চলেছে। শনিবার এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন, কেউ যদি প্রশ্নপত্রের ছবি তোলেন, তা সঙ্গে সঙ্গে জানা যাবে। কারণ, প্রশ্নপত্রে সিকিওরিটি ফিচার থাকবে। এর ফলে কেউ ছবি তুললেই এসএসসি আধিকারিকদের কাছে খবর পৌঁছে যাবে। 

বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- জমা রাখতে হবে মোবাইল ফোন, এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্রের ছবি তুললেই ধরা পড়বে

২. রবিবার পূর্ণগ্রাস চন্দগ্রহণ। আকাশ পরিষ্কার থাকলে রবিবার রাতে ভারত-সহ সারা এশিয়ার আকাশে একটি অত্যন্ত সুন্দর এবং বিরল দৃশ্য দেখা যাবে। পূর্ণগ্রাস চন্দ্রগ্রণের সময় গাঢ় লাল রঙের চাঁদ দেখা যাবে। এই বিরল ঘটনা প্রত্যক্ষ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন জ্যোতির্বিজ্ঞানীরা। সাধারণ মানুষের মধ্যেও চন্দ্রগ্রহণ নিয়ে আগ্রহ রয়েছে। চন্দ্রগ্রহণ নিয়ে নানা সংস্কারও রয়েছে। গ্রহণ চলাকালীন কী করা উচিত এবং কী করা উচিত নয়, সে বিষয়েও নানা কথা শোনা যাচ্ছে।

বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- ৭ সেপ্টেম্বর রবিবার খালি চোখে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ! ব্লাড মুনে গ্রহণ কথন ও কোথায় কোথায় দেখা যাবে?

৩. সম্পত্তির মালিকানা নিয়ে এবার নতুন রায় দিল সুপ্রিম কোর্ট। এতদিন অনেকেই মনে করতেন শুধু জমি রেজিস্ট্রি করে নিলেই আইনি মালিকানা নিশ্চিত হয়ে যায়। কিন্তু, এবার শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিল, শুধু রেজিস্ট্রেশনই যথেষ্ট নয়। অন্যান্য সব নথিপত্রও পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করতে হবে। এই রায়ের ফলে এখন থেকে সম্পত্তির কেনাবেচার ক্ষেত্রে ক্রেতাকে সতর্ক থাকতে হবে। সরকারকেও নতুন পদক্ষেপ নিতে হবে। 

বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- শুধু রেজিস্ট্রি করলেই কি জমির মালিক বদল হয়? প্রকাশ্যে এল সুপ্রিম কোর্টের নতুন রায়

৪. মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্কের অবনতি নিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনার মধ্যেই রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের উচ্চ-স্তরের ৮০তম সভা এড়িয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর পরিবর্তে রাষ্ট্রপুঞ্জের বৈঠকে ভারতের প্রতিনিধি হিসেবে থাকতে পারেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ট্রাম্প দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথমবার রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের বৈঠক হতে চলেছে।

বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- রাষ্ট্রসংঘের বৈঠক এড়িয়ে গেলেন নরেন্দ্র মোদী, ভাষণ দেবেন বিদেশমন্ত্রী

৫. ৪০০ কেজি আরডিএক্স দিয়ে মুম্বই শহর উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার হলেন এক ব্যক্তি। শনিবার সকালে উত্তরপ্রদেশের নয়ডা থেকে বছর পঞ্চাশের ওই ব্যক্তিকে গ্রেফতার করে মুম্বই অপরাধ দমন শাখার পুলিশ। ধৃতের নাম অশ্বিন কুমার সুপ্রা। পুলিশ সূত্রে খবর, ধৃতের বাড়ি আদতে বিহারে। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। 

বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- বোম মেরে মুম্বই শহর উড়িয়ে দেওয়ার হুমকি, পুলিশের জালে বিহারের বাসিন্দা

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

News Round Up: এসআইআর নিয়ে মমতার প্রতিশ্রুতি থেকে অশান্ত বাংলাদেশ, সারাদিনের খবর এক ক্লিকে
দীপু দাসের হত্যা, প্রতিবাদে বাংলাদেশ হাই কমিশন ঘেরাও শুভেন্দুর, দিলেন চরম হুঁশিয়ারি