গরমের ছুটি কমিয়ে দিল নবান্ন? আচমকা নোটিশ জারি! তারিখ দিয়ে রুটিন প্রকাশ পর্ষদের

চৈত্রের দাবদাহে পুড়ছে বঙ্গ। বসন্তের মিঠেকড়া বাতাস তো নেই-ই, উলটে সূর্যের চোখরাঙানিতে টেকা দায়। মার্চেই ৪০-এর ঘর ছুঁয়েছে তাপমাত্রা। স্কুল করতে গিয়ে নাজেহাল পড়ুয়ারা। এরমাঝেই খারাপ খবর! আচমকা গরমের ছুটি নাকি কমানো হয়েছে। কতদিন ছুটি মিলবে?

Parna Sengupta | Published : Mar 28, 2025 9:48 AM
112

এপ্রিল মাস শুরু হতে এখনো কয়েকটা দিন বাকি। কিন্তু তার আগেই খেলা শুরু হয়ে গিয়েছে বাংলার আবহাওয়ার।

212

টানা কয়েকদিনের বৃষ্টিতে স্বস্তি ফিরলেও এখন আবার গরমের চোখ রাঙানি শুরু হয়েছে। ফলে কালঘাম ছুটে গিয়েছে।

412

এহেন পরিস্থিতিতে রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে পঠনপাঠন (School Holiday) নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হল।

512

এপ্রিল মাস থেকে বাংলার স্কুলগুলিতে দুই ধরণের রুটিন থাকবে। এই নিয়ে রুটিন অবধি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।

612

এপ্রিল মাস থেকে স্কুলগুলিতে নতুন নিয়ম

আগামী এপ্রিল মাসে স্কুলগুলোর ক্লাসের দু’রকম দৈনিক রুটিন প্রকাশ করে সকলকে চমকে দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।

712

রাজ্যের ৫০ হাজার প্রাথমিক স্কুলে এপ্রিলে একই সঙ্গে মর্নিং এবং ডে বিভাগের এই রুটিন দেখে অবাক শিক্ষক থেকে শুরু করে অভিভাবকরা।

812

কেউ কেউ বিষয়টিকে ভালো বলছেন তো আবার কেউ কেউ এটিকে ভালো চোখে দেখছেন না।

912

প্রাথমিক শিক্ষা পর্ষদের এহেন রুটিন দেখে বিভিন্ন শিক্ষক থেকে সুর করে অভিভাবকরা নানা কথা বলছেন।

1012

এখন আপনিও ভাবছেন যে এপ্রিল মাস থেকে স্কুলগুলিতে ঠিক কোন সময়ে ক্লাস হবে?

1112

রুটিন অনুযায়ী, প্রাক–প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ১০টা ও সকাল ১০টা ৫০ মিনিট থেকে বিকেল সাড়ে ৩টে অবধি হবে।

1212

আর এই রুটিনটি রাজ্যের ৫০ হাজার প্রাথমিক স্কুলের জন্য প্রযোজ্য। এই বিষয়ে বড় তথ্য দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। পর্ষদের সভাপতি গৌতম পাল বলছেন, ‘রাজ্যে বেশ কিছু প্রাথমিক স্কুল রয়েছে, যেখানে ডে বিভাগে ষষ্ঠ থেকে দশম বা দ্বাদশ শ্রেণির ক্লাস হয়। আবার গ্রীষ্মের ছুটির ঠিক আগে ও পরে বহু স্কুলেই ক্লাস হয় সকালে। তাদের কথা ভেবেই এই উদ্যোগ।’

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos