সংক্ষিপ্ত

গরমের ছুটিতে বহু দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। ২ মে থেকে ১৮ মে পর্যন্ত প্রায় ৫৮টি ট্রেন বাতিল। পুরী ও দিঘা যাওয়ার ট্রেনও রয়েছে এই তালিকায়।

গরমের ছুটিতে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেছেন? এমন সময় খারাপ খবর সকলের জন্য। আগামী ২ মে থেকে ১৮ মে পর্যন্ত বাতিল হল প্রায় ৫৮টি দূরপাল্লার ট্রেন। পুরী কিংবা দিঘা যেতেও পড়তে হবে সমস্যায়। রইল বাতিল ট্রেনের সমস্যা।

ট্রেন নং ১৮০৪৯ শালিমার-বাদামপাহাড় এক্সপ্রেস ৩ এবং ১৭ মে বাতিল থাকবে।

ট্রেন নং ১৮০৫০ বাদামপাহাড়-শালিমার এক্সপ্রেস ৪ এবং ১৮ মে বাতিল থাকবে।

ট্রেন নম্বর ১৮০০৫/১৮০০৬ হাওড়া-জগদলপুর-হাওড়া এক্সপ্রেস আগামী ১০ মে বাতিল থাকবে।

ট্রেন নম্বর ২২৮৬২ কান্তবাঞ্জি-হাওড়া ইস্পাত এক্সপ্রেস ১৭ মে বাতিল থাকবে।

ট্রেন নম্বর ২২৮৬১ হাওড়া-কাঁটাবাঞ্জি ইস্পাত এক্সপ্রেস আগামী ১৮ মে বাতিল থাকবে।

ট্রেন নম্বর ১২৮৩৩ আহমেদাবাদ-হাওড়া এক্সপ্রেস আগামী ১৬ মে বাতিল থাকবে।

ট্রেন নম্বর ১২৮৩৪ হাওড়া-আহমেদাবাদ এক্সপ্রেস ১৭ মে বাতিল থাকবে।

ট্রেন নম্বর ২০৯৭১ উদয়পুর শহর-শালিমার এক্সপ্রেস ১০ মে বাতিল থাকবে।

ট্রেন নম্বর ২০৯৭২ শালিমার-উদয়পুর সিটি এক্সপ্রেস ১১ মে বাতিল থাকবে।

ট্রেন নম্বর ১২৯৪৯ পোরবন্দন- সাঁতরাগাছি কবি গুরু এক্সপ্রেস ৯ মে বাতিল থাকবে।

ট্রেন নম্বর ১২৯৫০ সাঁতরাগাছি-পোরবন্দর কবি গুরু এক্সপ্রেস ১১ মে বাতিল থাকবে।

ট্রেন নম্বর ১৮০১১/১৮০১৪ হাওড়া-বোকারো স্টিল সিটি-হাওড়া এক্সপ্রেস ১০ এবং ১৭ মে বাতিল থাকবে।

ট্রেন নম্বর ১৮৬১৫/১৮৬১৬ হাওড়া-হাতিয়া-হাওড়া ক্রিয়া যোগ এক্সপ্রেস ১১ এবং ১৭ বাতিল।

ট্রেন নম্বর ১২০২১/১২০২২ হাওড়া-বারবিল-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস বাতিল ১৭ এবং ১৮ মে।

ট্রেন নম্বর ২২৮০৪ সম্বলপুর-শালিমার এক্সপ্রেস আগামী ২ মে বাতিল থাকবে।

ট্রেন নম্বর ২২৮০৩ শালিমার-সম্বলপুর এক্সপ্রেস আগামী ২ মে বাতিল থাকবে।

ট্রেন নম্বর ১২৮৮৮ পুরী শালিমার সাপ্তাহিক এক্সপ্রেস আগামী ৪ মে বাতিল থাকবে।

ট্রেন ম্বর ১২৮৮৭ শালিমার-পুরী সাপ্তাহিক এক্সপ্রেস আগামী ৫ মে বাতিল থাকবে।

ট্রেন নম্বর ১২৮৮৩/১২৮৮৪ সাঁতরাগাছি-পুরুলিয়া-হাওড়া এক্সপ্রেস আগামী ৫, ১৭ এবং ১৮ মে বাতিল থাকবে।

ট্রেন নম্বর ০৮৫০৮ বিশাখাপত্তনম-শালিমার স্পেশাল ৬ মে বাতিল।

এমনই আরও বেশ কিছু ট্রেন বাতিল হয়েছে ২ মে থেকে ১৮ মে-র মধ্যে।