
Health condition of Abhijit Gangopadhyay: চিকিৎসকদের উদ্বেগ বাড়িয়ে তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Gangopadhyay) শারীরিক অবস্থার অবনতি। দক্ষিণ কলকাতার এক হাসপাতালে ভর্তি করা হয়েছে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতিকে। তাঁর অ্যাকিউট প্যাংক্রিয়াটাইটিস (Acute Pancreatitis) হয়েছে বলে জানা গিয়েছে। শনিবার হঠাৎই তিনি বমি করতে শুরু করেন। একাধিকবার বমি হয়। পেটে তীব্র যন্ত্রণাও হচ্ছিল। এই কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। বুধবার হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, তমলুকের সাংসদের শারীরিক অবস্থা সঙ্কটজনক। তাঁকে আইসিইউ-তে অতিরিক্ত পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাঁর শারীরিক অবস্থা খতিয়ে দেখার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি দল গঠন করা হয়েছে। কিন্তু শনিবার থেকে এখনও পর্যন্ত তমলুকের সাংসদের শারীরিক অবস্থার উন্নতি হয়নি। ফলে উদ্বেগ তৈরি হয়েছে।
তমলুকের সাংসদের বয়স ৬৩ বছর। তাঁর অ্যাকিউট প্যাংক্রিয়াটাইটিস ছাড়াও গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সেপসিস রয়েছে। এই রোগের ক্ষেত্রে পেটের যন্ত্রণা ক্রমশঃ শিরদাঁড়ায় ছড়িয়ে পড়ে। বুকেও যন্ত্রণা হতে পারে। পেটের সমস্যার পাশাপাশি বমিও হতে পারে। তমলুকের সাংসদের ক্ষেত্রে যা হচ্ছে। অন্ত্রের পাশাপাশি ত্বকেও প্রভাব পড়ে। শারীরিক অবস্থার অবনতি হলে খাদ্যনালির সংক্রমণ, এমনকী কোলন ক্যান্সার হওয়ার ঝুঁকিও থাকে। এই কারণেই বিজেপি সাংসদের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
তমলুকের সাংসদ গুরুতর অসুস্থ হয়ে পড়ায় গেরুয়া শিবিরে উদ্বেগ তৈরি হয়েছে। অসুস্থ সাংসদকে দেখতে হাসপাতালে গিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), বিজেপি-র প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বিজেপি-র নেতা-কর্মীরাও তমলুকের সাংসদকে দেখতে হাসপাতালে যাচ্ছেন। সবারই প্রার্থনা, দ্রুত সুস্থ হয়ে উঠবেন বিজেপি সাংসদ। গত বছর কলকাতা হাইকোর্টের বিচারপতি পদে ইস্তফা দেওয়ার পর বিজেপি-তে যোগ দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এরপর তিনি লোকসভা নির্বাচনে প্রার্থী হয়ে সাংসদ হন। তবে এখন তিনি অসুস্থ হয়ে পড়েছেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।