আজ রাতে ঝমঝমিয়ে বৃষ্টি এই জেলাগুলিতে? দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস? আবহাওয়ার আপডেট
বঙ্গোপসাগরে তৈরী ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শনিবার মেঘলা ছিল আকাশ। তবে রবিবার সকাল থেকেই রোদের দেখা মিলেছে। যদিও রাতে বদলে যেতে পারে আবহাওয়া।
দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হালকা বৃষ্টিও হয়েছে শনিবার। তবে রবিবার আর তেমন কিছু হয়নি। বৃষ্টির পূর্বাভাস থাকলেও শুকনো ছিল আবহাওয়া।
আবহাওয়া দপ্তর (Weather Department) সূত্রে খবর, এদিনও উপকূল ও সংলগ্ন চার জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে।
কোথাও অবশ্য ভারী বৃষ্টি হবে না। হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে কলকাতাতেও বজ্রপাতের সম্ভাবনা ক্ষীণ রয়েছে।
গত দু’দিন থেকে দক্ষিণবঙ্গে স্বাভাবিকের ওপরেই রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা। তবে আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, এবার ধীরে ধীরে সর্বনিম্ন তাপমাত্রা কমবে।
চলতি সপ্তাহেই দু ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে পারে। কলকাতায় আগামী কয়েকদিন আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.১ ডিগ্রি। সোমবারও একই রকম থাকবে পারে তাপমাত্রা।
নতুন সপ্তাহের শেষে কলকাতার (Kolkata) সর্বোচ্চ তাপমাত্রা ১৭ ডিগ্রিতে পর্যন্ত পড়তে পারে।
আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী ৫ দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও রাতের তাপমাত্রার খুব একটা হেরফের হওয়ার সম্ভাবনা নেই।
আপাতত আর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। ৬ ডিসেম্বর পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে।
উত্তরবঙ্গের কোনো জেলাতেই আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। সকালের দিকে কুয়াশার দাপট দেখা যেতে পারে দার্জিলিং এবং উত্তর দিনাজপুর জেলাতে। পাশাপাশি কোচবিহার, জলপাইগুড়ি দক্ষিণ দিনাজপুর ও মালদা প্রায় সব জেলাতেই হালকা কুয়াশা থাকবে।