বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণের একাধিক জেলায়, জেনে নিন কোথায় হবে এই বৃষ্টিপাত?

Published : Sep 14, 2024, 06:50 AM IST
rain kolkata weather

সংক্ষিপ্ত

শনিবার বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির বিষয়ে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। উভয় জেলার কোথাও কোথাও ৭ থেকে ২০ সেন্টিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Weather News: শনিবারের মধ্যেই পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে চলেছে। এর জেরে কলকাতা সহ দক্ষিণের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সেই সঙ্গে ঝড়ো হাওয়াও বইতে পারে। জেলার বাকি অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

রবিবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, হুগলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। জেলার বাকি অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির বিষয়ে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। উভয় জেলার কোথাও কোথাও ৭ থেকে ২০ সেন্টিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এসব জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা

পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূমে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। রবিবার ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শনিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গ, ওড়িশা ও বাংলাদেশ সংলগ্ন বঙ্গোপসাগরে ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। রবিবার পর্যন্ত সমুদ্র উত্তাল থাকবে।

উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হবে

রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার উত্তরাঞ্চলের সব জেলায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। রবিবার জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুরে বৃষ্টি ও বজ্রপাতের হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

 

PREV
click me!

Recommended Stories

Bhairav ​​Battalion: রেড রোডে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নেবে ভৈরব ব্যাটালিয়ন
রাজীব কুমারকেই কি আবার ডিজি চায় নবান্ন? কেন্দ্রকে পাঠানো ৮ জনের তালিকায় তাঁর নামও