মোহন ভাগবতের কাছে আরজি করের নির্যাতিতার পরিবার, কী বললেন RSS প্রধান

Published : Feb 08, 2025, 08:45 PM IST
Mohan Bhagwat

সংক্ষিপ্ত

আরজি করের নির্যাতিতার পরিবার সিবিআই তদন্ত নিয়ে সন্তুষ্ট নন। আদালতেরও দ্বারস্থ হয়েছেন তাঁরা। আরজি কর খুন ও ধর্ষণকাণ্ডে সঞ্জয় রায় একাই দোষী নয়, তার সঙ্গে আরও অনেকে ছিল বলে নির্যাতিতার পরিবারের দাবি।

ন্যায় বিচারের আর্জি নিয়ে এবার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের (RG Kar murder and rape case) নির্যাতিতার পরিবার (RG Kar victim's family) দেখা করলেন আরএসএস প্রধান মোহন ভাগবতের (RSS chief Mohan Bhagwat) সঙ্গে। সঙ্ঘ প্রধান মোহন ভাগবত যথাসাধ্য চেষ্টার আশ্বাস দিয়েছেন।

আরজি করের নির্যাতিতার পরিবার সিবিআই তদন্ত নিয়ে সন্তুষ্ট নন। আদালতেরও দ্বারস্থ হয়েছেন তাঁরা। আরজি কর খুন ও ধর্ষণকাণ্ডে সঞ্জয় রায় একাই দোষী নয়, তার সঙ্গে আরও অনেকে ছিল বলে নির্যাতিতার পরিবারের দাবি। সেই দাবি নিয়ে আগেও তাঁর বিজেপি নেতা তথা কেন্দ্রীয়মন্ত্রী সুকান্ত মজুমদারের দ্বারস্থ হয়েছিলেন। কেন্দ্রীয়মন্ত্রীর কাছেও তাঁরা কেন্দ্রীয় সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন, অভিযোগ জানিয়েছেন। নির্যাতিতার পরিবার বিচারের আশায় দেখা করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গেও। এবার সেই তালিকায় যুক্ত হল আরও একটি নাম। সঙ্ঘপ্রধান মোহন ভাগবত। তিনি বাংলা সফরে এসেছেন। থাকবেন আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

সূত্রের খবর নিউটাউনের একটি হোটেলে উঠেছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। সেখানেই নির্যাতিতার পরিবারের সঙ্গে তিনি দেখা করেন। সূত্রের খবর প্রায় আধ ঘণ্টা কথা বলেন। নির্যাতিতার পরিবার জানিয়েছে, 'আমাদের তো একটাই দাবি, আমরা মেয়ের জন্য ন্যায় বিচার চাই। মোহন ভাগবতের কাছেও সেই কথা বলেছি। আমাদের মেয়ে যাতে ন্যায় বিচার চায় তারই ব্যবস্থা করুন। অপরাধীরা সকলেই যাতে শাস্তি পায় তারই ব্যবস্থা করুন।' তারাই জানিয়েছেন মোহন ভাগবত জানিয়েছেন, তাঁর পক্ষে যতটা করা সম্ভব উনি ততটা করবেন।

রবিবার আরজি করের নির্যাতিতার জন্মদিন। তাঁর মৃত্যুর পর এটাই প্রথম জন্মদিন। নির্যাতিতার পরিবারের কাছে রবিবারটা রীতিমত তাৎপর্যপূর্ণ। আন্যদিকে আরজি করের ঘটনা চলতি মাসেই ৬ মাসও পূর্ণ করছে। রবিবার নির্যাতিতার জন্মদিন উপলক্ষ্যে একগুচ্ছ কর্মসূচিও নিয়েছে পরিবারের সদস্যরা।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
click me!

Recommended Stories

Today live News: ছুটির দিনে মহানগরের পারদ পতন, শীতে জবুথবু কলকাতায় আর কতটা নামল তাপমাত্রা?
বেলডাঙায় বাবরি মসজিদ নির্মাণের হুমকি হুমায়ুন কবীরের, হস্তক্ষেপে নারাজ কলকাতা হাইকোর্ট